২০২২-এ টেস্টে সেরা ভারতীয় ব্যাটার ঋষভ পন্থ, বোলারদের মধ্যে শীর্ষে বুমরা, জানাল বিসিসিআই

২০২২-এ ভারতীয় দল এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে টেস্ট ফর্ম্যাটে ভারতীয় দলের পারফরম্যান্স বেশ ভাল। 

২০২২-এ ভারতীয় দল বহুদেশীয় কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে না পারলেও, দ্বিপাক্ষিক সিরিজগুলিতে বেশ ভাল পারফরম্যান্স দেখিয়েছে। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারেনি। গত বছরের শুরুতে বিশ্বের সেরা টি-২০ দল ছিল ভারতীয় দল। কিন্তু তারপরেও এই ফর্ম্যাটে চ্যাম্পিয়ন হতে পারল না ভারত। তবে দলগত পারফরম্যান্স খুব একটা ভাল না হলেও, টি-২০ ফর্ম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। টি-২০ ফর্ম্যাটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ১,০০০-এর বেশি রান করেছেন সূর্যকুমার। ৩২ বছর বয়সি এই ব্যাটার টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই ২০২২ শেষ করেছেন। সূর্যকুমার ছাড়াও ২০২২-এ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন শ্রেয়াস আইয়ার, মহম্মদ সিরাজ, শুবমান গিল ও ঈশান কিষান। বছরের শেষে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ম্যাচে শতরান করেন বিরাট কোহলি। তিনি টি-২০ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান। 

২০২২-এর শেষে বিসিসিআই-এর পক্ষ থেকে ক্রিকেটের ৩ ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সেরা ব্যাটার ও বোলারদের বেছে নেওয়া হয়েছে। গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি থাকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে টেস্ট ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সেরা ব্যাটার হিসেবে বেছে নেওয়া হয়েছে। তিনি ৭ টেস্ট ম্যাচে ৬৮০ রান করেছেন পন্থ। এই বাঁ হাতি ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন এবং ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যামে শতরান করেছেন। ৪টি অর্ধশতরানও করেছেন পন্থ। ২০২২-এ ভারতীয়দের মধ্যে সেরা বোলার নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরা। এই পেসার ২০২২-এ ৫ টেস্ট ম্যাচ খেলে ২২ উইকেট নিয়েছেন। রোহিত শর্মা খেলতে না পারায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্বও দেন বুমরা।

Latest Videos

২০২২-এ ওডিআই ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন শ্রেয়াস এবং সেরা বোলার নির্বাচিত হয়েছেন সিরাজ। ২০২২-এ ৩ ফর্ম্যাট মিলিয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন শ্রেয়াস। তিনি ১৭ ওডিআই ম্যাচ খেলে ৭২৪ রান করেছেন। সিরাজ গত বছর ওডিআই ফর্ম্যাটে ২৪ উইকেট নেন। 

২০২২-এ টি-২০ ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সেরা ব্য়াটার সূর্যকুমার এবং সেরা বোলার ভুবনেশ্বর কুমার। ২০২২-এ ৩১ টি-২০ ম্যাচে ১,১৬৪ রান করেন সূর্যকুমার। গত বছর টি-২০ ফর্ম্যাটে ৩৭ উইকেট নেন ভুবনেশ্বর। তিনি ২০২২-এ ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেন।

৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কার টি-২০ সিরিজ। এরপর ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওডিআই সিরিজ।

আরও পড়ুন-

উইজডেন বর্ষসেরা ওডিআই দলে ভারত থেকে শ্রেয়াস, সিরাজ, অধিনায়ক বাবর আজম

বছরের শেষ দিন অমিত শাহের সঙ্গে দেখা করলেন হার্দিক ও ক্রুণাল পান্ডিয়া

ঋষভ পন্থকে উদ্ধার করা বাসচালক, কন্ডাক্টরের প্রশংসায় ভিভিএস লক্ষ্মণ

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury