
Rishabh Pant Sister’s Wedding: জাতীয় দলের প্রাক্তন সতীর্থ ঋষভ পন্থের (Rishabh Pant) বোনের বিয়েতে যোগ দিতে দেরাদুনে পৌঁছলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁর সঙ্গে আছেন স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni)। ঋষভের বোনের নামও সাক্ষী। তাঁর বিয়ে হচ্ছে ব্যবসায়ী অঙ্কিত চৌধুরীর সঙ্গে। উত্তরাখণ্ডের বিখ্যাত শৈলশহর মুসৌরিতে এই বিয়ের আসর বসছে। এই বিয়ের আসরে যোগ দিতে পৌঁছে গিয়েছেন অতিথিরা। তাঁদের অন্যতম ধোনি ও তাঁর স্ত্রী। তাঁদের দেরাদুন বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায়। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক ধোনি আইপিএল ২০২৫-এর প্রস্তুতি শিবিরের জন্য চেন্নাইয়ে ছিলেন। তিনি মঙ্গলবার সকালে চেন্নাই থেকে সকালের উড়ানে দিল্লি যান। দিল্লি থেকে দেরাদুনে ঋষভের বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। মুসৌরিতে এক অজ্ঞাত স্থানে এই বিয়ের আসর বসেছে। ঋষভ ও তাঁর পরিবারের ইচ্ছা, বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগত থাকুক এবং শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনই উপস্থিত থাকুন।
দেশে ফিরেই বোনের বিয়েতে ঋষভ
রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ফাইনাল ছিল। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ঋষভ অবশ্য এই টুর্নামেন্টে কোনও ম্যাচেই খেলার সুযোগ পাননি। তবে তিনি দলের সবার সঙ্গে ছিলেন। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ শেষ হওয়ার পর দুবাই থেকে দেশে ফিরে সরাসরি দেরাদুনে বোনের বিয়ের আসরে যোগ দিয়েছেন ঋষভ। এই উইকেটকিপার-ব্যাটার তাঁর কয়েকজন সতীর্থকে এবং ধোনিকে বোনের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলিরও ঋষভ পন্থের বোনের বিয়েতে আসার কথা রয়েছে।
বুধবার ঋষভের বোনের বিয়ে
সাক্ষী ও অঙ্কিত একে অপরের সঙ্গে বহু বছর ধরে প্রেম করার পর ২০২৪ সালের জানুয়ারিতে বাগদান সেরেছেন। ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী ঋষভের বোনের বাগদান অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন। ঋষভ ও ধোনি একসঙ্গে দেশের হয়ে খেলার সময় থেকেই একে অপরের সঙ্গে একটি শক্তিশালী বন্ধন তৈরি করেছেন। যা ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও অটুট রয়েছে। এই কারণেই বোনের বাগদান ও বিয়েতে ধোনিকে আমন্ত্রণ জানিয়েছেন ঋষভ। বুধবার সাক্ষী ও অঙ্কিতের বিয়ে হতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।