Rohit Sharma Retires: রোহিত শর্মার অবসর! পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন? মেগা আপডেট

Published : May 07, 2025, 10:29 PM IST

Rohit Sharma Retires: রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার জেরে, ইংল্যান্ড সিরিজের আগে ভারতকে নতুন লাল বলের অধিনায়ক বেছে নিতে হবে।

PREV
110
রোহিতের পরে কে হবেন টেস্ট অধিনায়ক?

রোহিত শর্মা বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর, এখন সবার নজর কে ভারতের লাল বলের দলের নেতৃত্ব দেবেন তার দিকে।

210
ভারত বনাম ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ পাঁচ টেস্টের সিরিজের মাত্র কয়েকমাস আগে এই অভিজ্ঞ ওপেনারের বিদায়

ঠিক কী বলেছেন রোহিত?

310
তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে এই কত্না ঘোষণা করেন

রোহিত লেখেন, “সবাইকে হ্যালো, আমি শুধু জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে আমার দেশের প্রতিনিধিত্ব করা ভীষণই সম্মানের ছিল। আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওডিআই ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করতে থাকবো।”

410
তিনি তাঁর টেস্ট ক্যাপের ছবি সহ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন
510
রোহিত অবসর নিতেই প্রশ্ন উঠছে, তাহলে কে হবেন এবার অধিনায়ক?

একাধিক নাম নিয়ে চলছে জল্পনা। 

610
যশপ্রীত বুমরা

ভারতের অন্যতম সেরা জোরে বোলার এবং বর্তমানে টেস্ট দলের সহ-অধিনায়ক তিনি। বুমরা ইতিমধ্যেই টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে গত ২০২২ সালে, ইংল্যান্ড সফরের সময়, এজবাস্টনে পঞ্চম টেস্টে দলের অধিনায়ক ছিলেন। 

কপিল দেবের পর তিনিই একমাত্র জোরে বোলার, যিনি টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। 

710
শুভমান গিল

ভারতের পরবর্তী প্রজন্মের আইকন হিসেবে দেখা হয় তাঁকে। গিলের মধ্যে দীর্ঘমেয়াদী অধিনায়কত্বের সম্ভাবনা প্রবল। যদিও তিনি এখনও সিনিয়র পর্যায়ে দেশের হয়ে অধিনায়কত্ব করেননি। তবে কৌশলগত পদক্ষেপ বেশ প্রশংসা কুড়িয়েছে। 

810
কেএল রাহুল

কেএল রাহুল বিভিন্ন ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে একজন নির্ভরযোগ্য নেতা হিসেবেই দেখা হয়। তিনি এর আগে দুটি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবং ঘরোয়া ক্রিকেটে কর্ণাটক দলকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। 

910
ঋষভ পন্থ

যদিও চলতি আইপিএলে খুব একটা ভালো খেলতে পারছেন না। তবে টেস্টে ভারতীয় দলের জন্য তিনি নিজেকে ম্যাচ উইনার হিসেবে প্রমাণ করতে পেরেছেন এবং দলের মধ্যে সাপোর্টও পান তিনি। 

1010
গম্ভীরের সঙ্গে পরামর্শ

দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে পরামর্শ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories