- Home
- Sports
- Cricket
- Rohit Sharma Favourite Dish: এই ৩টি খাবার খেতে রোহিত শর্মা ভীষণ পছন্দ করেন! জানেন কোনগুলি? জন্মদিনে অজানা কথা
Rohit Sharma Favourite Dish: এই ৩টি খাবার খেতে রোহিত শর্মা ভীষণ পছন্দ করেন! জানেন কোনগুলি? জন্মদিনে অজানা কথা
Rohit Sharma Favourite Dish: ৩০ এপ্রিল, ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মার জন্মদিন।

২০২৫ সালে তিনি ৩৮ বছরে পা রাখলেন
ভারতের হয়ে একাধিক ম্যাচে দাপটের সঙ্গে খেলেছেন তিনি (Rohit Sharma Favourite Dish)।
তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক কিছু অজানা তথ্য
আসলে তারকাদের লাইফের অনেক কথাই ভক্তরা সেইভাবে জানতে পারেন না (Rohit Sharma News)।
এমনিতে, রোহিত প্রায় বেশিরভাগ সময়েই দেশের জন্য খেলতে ব্যস্ত থাকেন
আর যখন সময় পান, তখন পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন।
তিনি যেমন জাতীয় ক্রিকেট দলকে ট্রফি এনে দিয়েছেন
ঠিক সেইরকমই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলকেও একাধিকবার টুর্নামেন্ট জিতিয়েছেন (Rohit Sharma Stats)।
তাঁর পরিসংখ্যান যথেষ্ট চমকপ্রদ
রোহিত এখনও অবধি মোট ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং সংগ্রহে ৪৩০১ রান।
একদিনের ক্রিকেটে মাঠে নেমেছেন ২৭৩টি ম্যাচে
তাঁর ঝুলিতে ১১,১৬৮ রান। অন্যদিকে, ১৫৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে সংগ্রহে ৪২৩১ রান। এছাড়া ঘরোয়া এবং টি-২০ ক্রিকেট লিগ মিলিয়ে মোট ৪৫৭টি ম্যাচ খেলেছেন রোহিত। সেখানে রান পেয়েছেন ১২,০৭০। প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠে নেমেছেন মোট ৩৪৪টি ম্যাচে এবং ঝুলিতে ১৩,৪১০ রান (Rohit Sharma Birthday)।
এ তো গেল পরিসংখ্যান
কিন্তু রোহিত শর্মার জন্মদিনে আজ কথা বলব তাঁর একটি অজানা দিক নিয়ে। তা হল পছন্দের খাবার। সাধারণত, ডায়েটের জন্য একাধিক খাবারকে ক্রিকেটাররা বর্জন করে থাকেন। তবে কখনও সুযোগ পেলে কিন্তু ছাড়েন না।
আর এমনই তিনটি খাবার কাছে, যেগুলি রোহিত খেতে ভীষণ পছন্দ করেন।
সেই তালিকায় প্রথমেই আছে পাওভাজি। এই মেনুটি রোহিতের খুবই পছন্দের একটি ডিশ (Rohit Sharma latest news)।
তারপরেই তাঁর আরেকটি পছন্দের খাবার হল ভেলপুরি
এটিও খেতে বেশ ভালোবাসেন তিনি।
আর সবশেষে সেই তালিকায় আছে পানিপুরি
এই তিনটি খাবার খেতে খুবই পছন্দ করেন ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মা (Rohit Sharma)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

