Rohit Sharma: আগামী ২০২৭ সালের বিশ্বকাপে কি খেলবেন রোহিত? গম্ভীরকে বিরাট বার্তা

Published : Dec 22, 2025, 02:51 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

Rohit Sharma: নিঃসন্দেহে বলা চলে, ছন্দে রয়েছেন রোহিত। তবে তিনি কি ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার কথা ভাবছেন? রোহিত এই প্রসঙ্গে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখনই অবসরের কোনও ভাবনাচিন্তা তাঁর নেই।

Rohit Sharma: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ তিনি। টি-২০ এবং টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন (rohit sharma news latest)। এখন শুধু একদিনের ক্রিকেট খেলেন রোহিত শর্মা। এমনকি, গত দুটি সিরিজ়ে ভালো রান পেয়েছেন (rohit sharma news)। 

২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার কথা ভাবছেন?

নিঃসন্দেহে বলা চলে, ছন্দে রয়েছেন রোহিত। তবে তিনি কি ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার কথা ভাবছেন? রোহিত এই প্রসঙ্গে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখনই অবসরের কোনও ভাবনাচিন্তা তাঁর নেই।

ইতিমধ্যেই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিসিসিআই নির্দেশ দিয়েছে যে, বিশ্বকাপের দলে থাকতে গেলে অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এবার সেই নির্দেশ মেনে বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন রোহিত শর্মা। 

তার আগে গুরুগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে এসে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, "আমার জীবনের শুরুটা যথেষ্ট কঠিন ছিল। কিন্তু একবার ছন্দ পেয়ে যাওয়ার পর এবং একবার সেই বিমানে বসে পড়ার পর, তা আর কখনও নিচে নামেনি। সেটাই হচ্ছে আসল বিষয়। আমি চাই না যে, খুব তাড়াতাড়ি সেই বিমান নিচে নেমে যাক। আমি এখনও উপরেই থাকতে চাই।”

মুখ খুললেন রোহিত শর্মা

রোহিতের কথায়, “সকলেই প্রায় বিমানে চেপেছেন। তাই আমি বিমানের উদাহরণ দিয়েছি। বিমান যখন ৩৫-৪০ হাজার ফুট উপরে উঠে যায়, তখন কিন্তু সকলে নিশ্চিন্তে থাকে। সবাই তখন খাওয়া-দাওয়া করে ঘুমায়। আমাদের জীবনও তাই। একবার ছন্দ পেয়ে গেলে সেখানে টিকে থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্য অবতরণ করাটাও খুব গুরুত্বপূর্ণ। তবে সেটা নির্ভর করছে, আপনি কখন অবতরণ করতে চাইছেন তার উপর। আমার এই মুহূর্তে তেমন কোনও ইচ্ছা নেই।”

তাঁর মতে, “কোনও কাজে অনেকটা সময় বিনিয়োগ করার পরেও, ফলাফল না পেলে সত্যিই খুব হতাশ লাগে। আমার সঙ্গেও ঠিক সেটাই হয়েছিল। তবে এটাও জানতাম যে, জীবন শেষ হয়ে যায়নি। কীভাবে হতাশা কাটিয়ে আবার ফিরে আসতে হয়, সেই শিক্ষাই পেয়েছিলাম আমি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম শ্রীলঙ্কা: জেমাইমার অসাধারণ ব্যাটিং, বিশ্বজয়ের পর প্রথম ম্যাচে সহজ জয় ভারতের
India vs Pakistan U-19 Asia Cup Final: মহসিন নকভির সঙ্গে মঞ্চ শেয়ার করলেন না বৈভবরা, দেশ সবার আগে