
India Women vs Sri Lanka Women First T20: শ্রীলঙ্কার বিরুদ্ধে মহিলাদের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সহজেই ৮ উইকেটে জয় পেল ভারতীয় দল। রবিবার বিশাখাপত্তনমে (Visakhapatnam) টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)। প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে ১২১ রান করে। ১৪.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। শ্রীলঙ্কার কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৩৯ রান করেন ওপেনার ভীষ্মি গুণরত্নে (Vishmi Gunaratne)। ভারতীয় দলের হয়ে ক্রান্তি গৌড় (Kranti Gaud), দীপ্তি শর্মা (Deepti Sharma) ও শ্রী চরণী (Shree Charani) এক উইকেট করে নেন। সদ্য মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। বিশ্বকাপ জয়ের পর রবিবারই প্রথম ম্যাচ খেলতে নামেন হরমনপ্রীতরা। শ্রীলঙ্কার পক্ষে তাঁদের থামানো সম্ভব হয়নি।
ভারতীয় দলের হয়ে অসাধারণ ব্যাটিং করলেন জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)। তিনি ৪৪ বল খেলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তিনি ১০টি বাউন্ডারি মারেন। হরমনপ্রীত ১৫ রান করে অপরাজিত থাকেন। ওপেনার স্মৃতি মন্ধানা ২৫ রান করেন। অপর ওপেনার শেফালি ভার্মা অবশ্য বড় রান পাননি। তিনি ৯ রান করেই আউট হয়ে যান।
বিশ্বকাপ জয়ের পর স্মৃতির ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ঝাপটা গিয়েছে। তিনি সেই কঠিন সময় পার করে মাঠে ফিরেই নতুন রেকর্ড গড়লেন। বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৪,০০০ রান পূরণ করলেন স্মৃতি। রবিবার ১৮ রান করার পরেই এই নজির গড়েন তিনি। নিউজিল্যান্ডের (New Zealand) ব্যাটার সুজি বেটস (Suzie Bates) প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৪,০০০ রান পূরণ করেছিলেন। এবার স্মৃতি তাঁর সেই রেকর্ডে ভাগ বসালেন। সুজির মোট রানও টপকে যাওয়ার লক্ষ্যে স্মৃতি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।