Duleep Trophy: রুতুরাজ গায়কোয়াড়ের দুরন্ত শতরান! দলীপে পশ্চিমাঞ্চল এগিয়ে, বড় রান গড়ার পথে

Published : Sep 05, 2025, 01:05 AM IST
Duleep Trophy: রুতুরাজ গায়কোয়াড়ের দুরন্ত শতরান! দলীপে পশ্চিমাঞ্চল এগিয়ে, বড় রান গড়ার পথে

সংক্ষিপ্ত

Duleep Trophy: সেন্ট্রাল জোনের বিরুদ্ধে প্রথমদিনে পশ্চিম জোন ছয় উইকেট হারিয়ে ৩৬৩ রান করেছে।

Duleep Trophy: দলীপ ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে, পশ্চিম জোনের হয়ে সেঞ্চুরি করেছেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad innings)। সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ১৮৪ রান করেছেন তিনি। যশস্বী জয়সওয়াল (৪) এবং শ্রেয়স আইয়ার (২৫) ব্যর্থ হলেও প্রথম দিনের শেষে, পশ্চিম জোন ছয় উইকেট হারিয়ে ৩৬৩ রান তুলেছে। তনুশ কোটিয়ান (৬৫) এবং শার্দুল ঠাকুর (২৪) অপরাজিত আছেন (Central Zone Cricket Team)। সরনশ জৈন এবং খলিল আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন। শার্দুলের নেতৃত্বে খেলছে পশ্চিম জোন।

খারাপ শুরু করে পশ্চিম জোন 

তৃতীয় বলেই জয়সওয়ালের উইকেট হারায় তারা। খলিল আহমেদের বলে এলবিডব্লিউ হন জয়সওয়াল। আরেক ওপেনার হার্ভিক দেসাই (১) চতুর্থ ওভারে ফিরে যান। দীপক চাহার নেন এই উইকেটটি। দুই উইকেটে ১০ রান তুলে রীতিমতো বেকায়দায় পড়ে যায় পশ্চিম জোন। এরপর আর্য দেসাই (৩৯) এবং রুতুরাজের জুটিতে ৯০ রান যোগ হয়। এই জুটিই পশ্চিম জোনকে কিছুটা রক্ষা করে।

আর্যকে আউট করে হর্ষ দুবে সেন্ট্রাল জোনকে সাফল্য এনে দেন। এরপর আসা শ্রেয়স আইয়ার (২৮ বলে ২৫) ভালো শুরু করলেও তা কাজে লাগাতে পারেননি। একদিনের স্টাইলে ব্যাট করে চারটি বাউন্ডারি মারেন তিনি। কিন্তু খলিলের বলে বোল্ড হয়ে যান শ্রেয়স। এটি পশ্চিম জোনের জন্য ছিল একটি ধাক্কা। শামস মুলানি করেন ১৮ রান। প্রথম দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে, গায়কোয়াড়ও ফিরে যান। তার ইনিংসে ছিল একটি ছক্কা এবং ২৫টি চার। 

দুই দলের প্রথম একাদশ একবার দেখে নেওয়া যাকঃ

পশ্চিম জোন: যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, আর্য দেশাই, শ্রেয়স আইয়ার, হার্ভিক দেসাই (উইকেটরক্ষক), শামস মুলানি, শার্দুল ঠাকুর (অধিনায়ক), তনুশ কোটিয়ান, ধর্মেন্দ্রসিং জাদেজা, অর্জান নাগওয়াসওয়ালা, তুষার দেশপাণ্ডে।

সেন্ট্রাল জোন: আয়ুষ পান্ডে, উপেন্দ্র যাদব (উইকেটরক্ষক), দানিশ মালেওয়ার, রজত পাটিদার (অধিনায়ক), যশ রাঠোড়, শুভম শর্মা, হর্ষ দুবে, সরনশ জৈন, দীপক চাহার, খলিল আহমেদ, যশ ঠাকুর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?