Sachin Tendulkar Birthday: 'টি টাইম: ৫০ নট আউট!' জন্মদিনে সোশ্যাল মিডিয়া পোস্ট সচিনের

সোমবার ৫০ বছর পূর্ণ করলেন ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মাস্টার ব্লাস্টার। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা সচিনকে শুভেচ্ছা জানাচ্ছেন।

সোমবার ৫০ বছর পূর্ণ করলেন ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। জন্মদিনে খোশমেজাজে মাস্টার ব্লাস্টার। তিনি সোশ্যাল মিডিয়ায় দু'টি ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে দেখা যাচ্ছে, চায়ের কাপ হাতে সচিন। এর সঙ্গে তিনি লিখেছেন, 'টি টাইম: ৫০ নট আউট!' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট। বহু অনুরাগী সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী লিখেছেন, ‘জীবনের ইনিংসে তুমি সারা বিশ্বে কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণা। তোমার বিনয় ও মর্যাদা সবার মধ্যেই ছড়িয়ে পড়ে। ঈশ্বর তোমাকে সবসময় আশীর্বাদ করুন। তোমার যাত্রাপথে অফুরন্ত প্রাণশক্তি ও সদিচ্ছা বজায় থাকুক।’

 

Latest Videos

 

অভিনেতা অনিল কাপুর লিখেছেন, ‘এটা চায়ের বিরতি নয়, মধ্যাহ্নভোজের বিরতি সচিনবাবু। দীর্ঘজীবী হও সম্রাট। শুভ জন্মদিন।’ আরও অসংখ্য ক্রিকেটপ্রেমী সচিনকে বিশেষ দিনটির জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের মেন্টর সচিন। এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়া পোস্টে সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এক দশক পরেও সচিনের কয়েকটি রেকর্ড অক্ষত। এখনও টেস্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড সচিনেরই দখলে। তিনি ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন। টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ডও সচিনের। টেস্টে সচিনের মোট রান ১৫,৯২১, শতরানের সংখ্যা ৫১। টেস্টে সচিনের সর্বাধিক স্কোর অপরাজিত ২৪৮। ৪৬৩টি ওডিআই ম্যাচ খেলে সচিনের মোট রান ১৮,৪২৬। ওডিআই ফর্ম্যাটে সচিনের শতরান ৪৯টি। ওডিআই ফর্ম্যাটে সচিনের সর্বাধিক স্কোর অপরাজিত ২০০। আন্তর্জাতিক কেরিয়ারে ২০০ উইকেট আছে সচিনের। টেস্টে ৪৬টি এবং ওডিআই ম্যাচে ১৫৪টি উইকেট নেন মাস্টার ব্লাস্টার। ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের। করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধেই ওডিআই ম্যাচে অভিষেক হয় তাঁর। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন

২০১১ সালে ভারতীয় দলের হয়ে ওডিআই বিশ্বকাপ জেতেন সচিন। ২০০৩ সালের বিশ্বকাপে রানার্স হওয়া ভারতীয় দলেরও অন্যতম সদস্য ছিলেন সচিন। তিনি ভারতীয় দলকে আরও অনেক সাফল্য এনে দিয়েছেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তাঁর অনেক স্মরণীয় ইনিংস রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের শতরান ১০০টি। তাঁর অর্ধশতরানের সংখ্যা ১৬৪। ২০১২ সালের এশিয়া কাপে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ১১৪ রান করেন সচিন। এটাই তাঁর কেরিয়ারের শততম ও শেষ শতরান। 

আরও পড়ুন-

২৫ বছর আগের জন্মদিনে শারজায় ভারতকে চ্যাম্পিয়ন করেন সচিন, মরুঝড়ে বিপর্যস্ত হয় অস্ট্রেলিয়া

ক্রিকেটের ইতিহাসে বিরল রত্ন সচিন তেন্ডুলকর, জন্মদিনে শুভেচ্ছা কপিলের

Sachin Tendulkar 50: হীরা হীরাই হয়! তাই তাঁর নামে বিশেষ হীরার আত্মপ্রকাশেও দাদা অজিতকে কৃতজ্ঞতায় ভরিয়ে দিলেন সচিন তেন্ডুলকর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন