Joe Root: লর্ডস টেস্টে শতরান, রাহুল দ্রাবিড়কে টপকে নতুন নজির জো রুটের
Joe Root Century: লর্ডসে (Lord's) ভারতের বিরুদ্ধে (England vs India) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে শতরান করেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট (Joe Root)। তিনি টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লেন।

টেস্ট ক্রিকেটে ৩৭-তম শতরান করে রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে গেলেন জো রুট
শুক্রবার লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন শতরান করে নতুন নজির গড়লেন জো রুট। তিনি টেস্টে ৩৭-তম শতরান করে রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে গেলেন।
লর্ডস টেস্টের প্রথম দিন ৯৯ অপরাজিত থাকার পর দ্বিতীয় দিন শতরান করলেন জো রুট
লর্ডস টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ১৯২ বলে শতরান পূর্ণ করলেন জো রুট। দিনের প্রথম বলেই বাউন্ডারি মেরে শতরান করেন রুট।
টেস্টে রাহুল দ্রাবিড়ের শতরানের সংখ্যা ৩৬, তাঁর সেই নজির ছাপিয়ে গেলেন জো রুট
টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের শতরানের নজির টপকে নতুন নজির গড়লেন জো রুট।
শুক্রবার ১৯৯ বলে ১০৪ রান করে জসপ্রীত বুমরার বলে আউট হয়ে গেলেন জো রুট
বৃহস্পতিবার চার নম্বরে ব্যাটিং করতে নামেন জো রুট। তিনি দিনের শেষে ৯৯ রান করে অপরাজিত ছিলেন। শুক্রবার ১০টি বাউন্ডারির সাহায্যে ১৯৯ বলে ১০৪ রান করে জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে যান রুট।
টেস্টে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটারদের তালিকায় ৫ নম্বরে উঠে এলেন জো রুট
রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে টেস্টে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটারদের তালিকায় এখন পাঁচ নম্বরে জো রুট। ৩৮টি শতরান করে তাঁর ঠিক আগে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকরের সবচেয়ে বেশি শতরানের রেকর্ড ভাঙতে পারবেন জো রুট?
টেস্টে সর্বাধিক ৫১টি শতরান করেছেন সচিন তেন্ডুলকর। ৪৫টি শতরান করে দ্বিতীয় স্থানে জ্যাক কালিস। ৪১টি শতরান করে তৃতীয় স্থানে রিকি পন্টিং। আরও কয়েক বছর খেললে সচিনের রেকর্ড ভেঙে দিতে পারেন জো রুট।
ইংল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছেন জো রুট
গত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন জো রুট। এই কারণেই তাঁকে নিয়ে নতুন রেকর্ডের আশা বাড়ছে।
লর্ডস টেস্টে বাজবলের পরিবর্তে মন্থর ব্যাটিংয়ের মাধ্যমে শতরান করলেন জো রুট
ইংল্যান্ডের ব্যাটাররা টেস্টেও সাধারণত দ্রুতগতিতে রান করার চেষ্টা করেন। তবে লর্ডস টেস্টে তাঁরা মন্থর ব্যাটিং করেছেন।
লর্ডসে অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে ৮৮ রানের পার্টনারশিপ গড়েন জো রুট
বৃহস্পতিবার ইংল্যান্ড চার উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন জো রুট ও অধিনায়ক বেন স্টোকস।
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন জো রুট
টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করে ইংল্যান্ড দলকে ভরসা দিয়ে চলেছেন জো রুট।

