৭ সেশনের বেশি গড়ায়নি ইন্দোর টেস্ট ম্যাচ। সহজেই ৯ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে আলাদা করে নজর কেড়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লিয়ন।
টেস্ট, ওডিআই হোক বা টি-২০, ভারতীয় দলের বিরুদ্ধে কোনও স্পিনার দাপট দেখাচ্ছেন এটা সাধারণত দেখা যায় না। প্রয়াত শেন ওয়ার্ন দীর্ঘ কেরিয়ারে একবার-দু'বারের বেশি ভারতীয় দলের বিরুদ্ধে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার মুথাইয়া মুরলীধরন অবশ্য ব্য়তিক্রম। তিনি ভারতের বিরুদ্ধে বরাবর ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তেমনই একজন স্পিনার অস্ট্রেলিয়ার নাথান লিয়ন। এই অফস্পিনার ২০১৭ সালের ভারত সফরে বেঙ্গালুরু টেস্ট ম্যাচে এক ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন। এবার ইন্দোর টেস্ট ম্যাচেও এক ইনিংসে ৮ উইকেট নিলেন লিয়ন। এরই সুবাদে বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজিরও গড়লেন এই অফস্পিনার। এতদিন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল অনিল কুম্বলের দখলে। ভারতের প্রাক্তন অধিনায়ক টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১১ উইকেট নেন। সেই রেকর্ড ভেঙে দিলেন লিয়ন। ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে তাঁর ১১৩টি উইকেট হয়ে গেল। ইন্দোর টেস্ট ম্যাচে ভারতের দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারার উইকেট নিয়ে কুম্বলের রেকর্ড স্পর্শ করেন লিয়ন। এরপর উমেশ যাদবকে আউট করে তিনি সর্বাধিক উইকেটের মালিক হয়ে যান। এই ইনিংসেই মহম্মদ সিরাজের উইকেটও নেন লিয়ন।
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার লক্ষ্যে স্পিনারদের সহায়ক উইকেট তৈরি করা হয়েছে। নাগপুর ও দিল্লি টেস্ট ম্যাচে এই কৌশল কাজে দিয়েছে। কিন্তু ইন্দোরে উল্টো ফল হয়ে গেল। সব হিসেব বদলে দিলেন লিয়ন। ২০১১ সালে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেন এই অফস্পিনার। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি ভারতের বিরুদ্ধে ২৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১,১৬৪.৪ ওভার বোলিং করে ১১৩ উইকেট নিয়েছেন লিয়ন। এর জন্য তাঁকে খরচ করতে হয়েছে ৩৬,০০৮ রান। ২০১৭ সালে বেঙ্গালুরু টেস্ট ম্যাচে ৫০ রান দিয়ে ৮ উইকেটই এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট। এই মুহূর্তে লিয়নের কাছাকাছি আছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১টি টেস্ট ম্যাচ খেলে ১০৭ উইকেট নিয়েছেন অশ্বিন। এক ইনিংসে ১০৩ রান দিয়ে ৭ উইকেটই অশ্বিনের সেরা বোলিং। আমেদাবাদে সিরিজের শেষ ম্যাচে ভারত-অস্ট্রেলিয়ার দলগত লড়াইয়ের পাশাপাশি অশ্বিন-লিয়নের ব্যক্তিগত লড়াইও দেখা যাবে।
ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের দখলে। তিনি ১৩৯ উইকেট নিয়েছেন। অ্যান্ডারসনের চেয়ে অনেকটাই পিছিয়ে লিয়ন। তবে তিনি মুরলীধরনকে টপকে গিয়েছেন। ভারতের বিরুদ্ধে ১০৫ উইকেট ছিল মুরলীর।
আরও পড়ুন-
ইন্দোরে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের পিচ নিম্নমানের, জানিয়ে দিল আইসিসি
নাথান লিয়নই ভারতের মাটিতে খেলা সেরা বিদেশি স্পিনার, বললেন রোহিত শর্মা
অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত