Shubman gill: 'দ্রুত সুস্থ হয়ে ওঠো…', শুবমানকে শুভেচ্ছা বার্তা সারা টেন্ডুলকারের

Published : Oct 07, 2023, 05:46 PM IST
Shubman Gill 10 Most Expensive Things Owned in 2023

সংক্ষিপ্ত

শুবন গিলের সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সারা তেন্ডুলকার।

বিশ্বকাপের মুখেই অসুস্থ ভারতের তরুণ ওপেনার শুবমান গিল। বিশ্বকাপের ময়দানে ভারতের প্রথম ম্যাচে শুবমানের উপস্থিতি কতটা নিশ্চিত তা নিয়ে দ্বন্দ্ব রয়েই গিয়েছে। এরই মধ্যে শুবন গিলের সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সারা তেন্ডুলকার। শুবমানের সুস্থতা কামনা করে নিজের অফিসিয়াল এক্স (পূর্বতন টুইটার) হ্যাণ্ডেল থেকে শুবমানের ছবি শেয়ার করেছেন সচিন কন্যা। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট পছন্দ করেছেন ভক্তরা।

শারীরিক সমস্যা কাটিয়ে উঠছেন ভারতীয় দলের তরুণ ওপেনার শুবমান গিল। তিনি ওডিআই বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না বলে যে কথা শোনা যাচ্ছিল সেটা ঠিক নয়। এখনই বলা যাচ্ছে না যে শুবমান প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। তিনি সুস্থ হয়ে উঠেছেন। রবিবার চিপকে খেলতেও পারেন। শুক্রবার এমনই জানালেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তাঁর কথায় ভারতীয় শিবিরে স্বস্তি ফিরে এসেছে। ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য শুবমান। এ বছরের শুরু থেকেই ভালো ফর্মে এই তরুণ ব্যাটার। বিশ্বকাপে ভালো ফলের জন্য তাঁর উপর ভরসা করছে ভারতীয় দল। সেই কারণেই শুবমানের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে।

 

 

শুক্রবার শুবমানের ফিটনেস প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, ‘আমাদের মেডিক্যাল টিম শুবমানের শারীরিক অবস্থার উপর নজর রাখছে। বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে আমাদের হাতে এখনও ৩৬ ঘণ্টা আছে। আমরা এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। তবে আজ শুবমান অনেকটা সুস্থ বোধ করছে। মেডিক্যাল টিম এখনও পর্যন্ত বলেনি যে শুবমান প্রথম ম্যাচে খেলতে পারবে না। আমরা কালও ওর শারীরিক অবস্থা খতিয়ে দেখব। ও কাল কেমন থাকে সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার