Sarfaraz Khan: এ যেন সত্যিই অভূতপূর্ব রূপান্তর! দুই মাসে সরফরাজ খানের ঝরালেন ১৭ কেজি?

Published : Jul 22, 2025, 04:25 PM IST
Sarfaraz Khan: এ যেন সত্যিই অভূতপূর্ব রূপান্তর! দুই মাসে সরফরাজ খানের ঝরালেন ১৭ কেজি?

সংক্ষিপ্ত

Sarfaraz Khan: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারত ‘এ’ দলের হয়ে টেস্টে দুর্দান্ত পারফর্ম করলেও, সরফরাজ খান জাতীয় দলে সুযোগ পাননি।

Sarfaraz Khan: ভারতীয় ক্রিকেট তারকা সরফরাজ খানের এক অভূতপূর্ব রূপান্তর। তাঁকে দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন ভক্তরা। উল্লেখ্য, অতিরিক্ত ওজনের জন্য বারবার সমালোচনার শিকার হতে সরফরাজকে। সেই তিনিই এবার দুই মাসে ১৭ কেজি ওজন কমিয়ে সবাইকে পুরো অবাক করে দিয়েছেন (Sarfaraz Khan Fitness Journey)।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারত ‘এ’ দলের হয়ে টেস্টে দুর্দান্ত পারফর্ম করলেও, সরফরাজ খান জাতীয় দলে সুযোগ পাননি। তাঁকে দলে ঠাঁই দেননি নির্বাচকরা। আর তারপরেই কঠোর অনুশীলন শুর করে দেন সরফরাজ এবং সঙ্গে চলতে থাকে ডায়েট। ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর ধরে ভালো খেললেও, সরফরাজকে জাতীয় দলে সুযোগ না দেওয়ার অন্যতম কারণ ছিল তাঁর এই ফিটনেস (sarfaraz khan weight loss diet)।

 

 

গত বছরের ফেব্রুয়ারি মাসে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক জয়েছিল তাঁর। সেই ম্যাচে তিনি সেঞ্চুরিও করেছিলেন। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলেও জায়গা পেয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচেও তাঁকে খেলানো হয়নি। এমনকি, চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও ঠাঁই হয়নি সরফরাজের। বরং, তাঁর পরিবর্তে করুণ নায়ারকে সুযোগ দেওয়া হয়েছে। তবে সিরিজের প্রথম তিনটি টেস্টে করুণের ব্যাট থেকেও কোনও বড় রান আসেনি।

তবে সরফরাজের মতো ব্যাটারকে বারবার উপেক্ষা করার বিরুদ্ধে সরব হয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ছাড়াও আরও অনেকে। আসলে একাধিকবার এই তরুণ ক্রিকেটারের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণে, আইপিএল-এর দলেও সুযোগ পাননি তিনি। 

কিন্তু এবার মনে হয়, সেই খরা কাটতে চলেছে। কার্যত, ওজন কমিয়ে নতুন লুকে সবাইকে রীতিমতো অবাক করে দিলেন সরফরাজ। অতিরিক্ত ওজনের জন্য বারবার সমালোচনার শিকার হতে সরফরাজকে। সেই তিনিই এবার দুই মাসে ১৭ কেজি ওজন কমিয়ে, সবাইকে পুরো অবাক করে দিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা