২৫ বলে ৮০! টি-২০ ফর্ম্যাটে নতুন পাওয়ার প্লে-তে নতুন নজির ট্রেভিস হেড

২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রেভিস হেড। এরপর থেকে সীমিত ওভারের ফর্ম্যাটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এই ব্যাটার।

স্কটল্যান্ডের বিরুদ্ধে সিরিজের টি-২০ ম্যাচে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন ট্রেভিস হেড ও মিচেল মার্শ। ইনিংসের তৃতীয় বলেই জেক ফ্রেজার-ম্যাকগার্কের (০) উইকেট হারানোর পরেও, ৬ ওভারে ১১৩ রান করল অস্ট্রেলিয়া। ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। ২৫ বলে ৮০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন হেড। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি। অস্ট্রেলিয়ার ওপেনার মার্শ ১২ বলে ৩৯ রান করেন। তিনি ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মারেন। ১৩ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন জশ ইলগ্লিস। ৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টোইনিস।

দক্ষিণ আফ্রিকার রেকর্ড ভেঙে দিল অস্ট্রেলিয়া

Latest Videos

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ১০২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। বুধবার সেই রেকর্ড ভেঙে দিল অস্ট্রেলিয়া

স্কটিশ বোলারদের করুণ হাল

বুধবার এডিনবরায় টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৫৪ রান করে স্কটল্যান্ড। ইনিংসের শুরুটা ভালো করেন ওপেনার জর্জ মানসি। তিনি ১৬ বলে ২৮ রান করেন। এই ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৫ বলে ১৯ রান করেন ব্র্যান্ডন ম্যাকমুলেন। অধিনায়ক রিচি বেরিংটন ২০ বলে ২৩ রান করেন। উইকেটকিপার ম্যাথু ক্রস ২১ বলে ২৭ রান করেন। ১৩ বলে ১৬ রান করেন মার্ক ওয়াট। ৮ বলে ১০ রান করেন জ্যাক জার্ভিস। কিন্তু স্কটিশ বোলাররা কোনওরকম লড়াই করতে পারলেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চূড়ান্ত খারাপ ফর্ম, ৫ বছর পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা ১০-এ নেই বাবর আজম

টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার হুঙ্কারই সার, ৬ দশকে সবচেয়ে কম রেটিং পয়েন্ট পাকিস্তানের

কয়েকদিনের মধ্যেই ঘোষণা, আইপিএল-এ রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হচ্ছন রাহুল দ্রাবিড়

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি