শাহিদ আফ্রিদির সঙ্গে লেগে গেল, পিসিবি থেকে সরতে বাধ্য হবেন মহসিন নকভি?

Published : Oct 01, 2025, 06:06 PM IST
Shahid Afridi

সংক্ষিপ্ত

Pakistan Cricket Board: এবারের এশিয়া কাপের (Asia Cup 2025) পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডে ফের ডামাডোল শুরু হয়ে গিয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) নিজেকে সর্বশক্তিমান বলে মনে করলেও, তাঁর গদি টলমল।

DID YOU KNOW ?
সরে যাবেন নকভি?
পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভির পিসিবি চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার দাবি উঠছে।

Mohsin Naqvi: এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তান দলের (Pakistan Cricket Team) ভরাডুবির পর কি গদি হারাবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভি? সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ, পাকিস্তান ক্রিকেটের প্রভাবশালী মহল থেকেই নকভির পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে। এক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। তিনি নকভিকে পিসিবি চেয়ারম্যান পদ ছেড়ে দিতে বলেছেন। পাকিস্তানের ক্রিকেট মহলে অন্যতম প্রভাবশালী ব্যক্তি আফ্রিদি। তাঁর দাবি, নকভির পক্ষে একইসঙ্গে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী (Pakistan's Interior Minister) এবং পিসিবি চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যাওয়া বাস্তবোচিত নয়। পিসিবি চেয়ারম্যান হিসেবে পূর্ণ সময়ের জন্য কাজ করতে পারবেন এমন কাউকে দায়িত্ব দেওয়া উচিত।

সরে যাবেন নকভি?

নকভির উদ্দেশ্যে আফ্রিদি বলেছেন, ‘নকভি সাহেবের কাছে আমার অনুরোধ বা পরামর্শ হল, তিনি যে দুই পদে আছেন, সেগুলি সম্পূর্ণ আলাদা। বড় কাজ করার জন্য সময় লাগে। অভ্যন্তরীণ মন্ত্রক থেকে পিসিবি সম্পূর্ণ আলাদা। ফলে এই দুই দায়িত্ব আলাদা করে রাখা উচিত। যত দ্রুত সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। পাকিস্তান ক্রিকেটের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। এর জন্য সময়ও দিতে হবে। নকভি পরামর্শদাতাদের উপর পুরোপুরি নির্ভর করে থাকতে পারেন না। পরামর্শদাতাদের দিয়ে কোনও কাজ হচ্ছে না। নকভি নিজেই বলেছেন, তিনি ক্রিকেটের বিষয়ে বিশেষ কিছু জানেন না। যারা ক্রিকেটের বিষয়ে জানে, তেমন ভালো কাউকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা উচিত।’ আফ্রিদির এই মন্তব্যের পর নকভি পিসিবি চেয়ারম্যানের পদ ছেড়ে দেবেন কি না, সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

নকভির কঠোর সমালোচক আফ্রিদি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (ICC Champions Trophy 2025) পাকিস্তান দলের ভরাডুবির পরেই নকভিকে সরে যাওয়ার পরামর্শ দেন আফ্রিদি। এশিয়া কাপের পর সমালোচনার মাত্রা বাড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তাঁর মতোই পাকিস্তানের ক্রিকেট মহলের অনেকেই নকভির পদত্যাগের দাবিতে সরব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
একসঙ্গে ৩টি গুরুত্বপূর্ণ পদে মহসিন নকভি।
মহসিন নকভি পাকিস্তানের মন্ত্রী, পিসিবি চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম