Asia Cup 2025 Final: রবিবার এশিয়া কাপ ফাইনাল। এই টুর্নামেন্টে ভারতের কাছে দু'বার হেরে যাওয়ার পর ফাইনালের আগে নানা ধরনের মন্তব্য করে চলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের পাল্টা ব্যঙ্গও করা হচ্ছে।
KNOW
India vs Pakistan: অন্ধ ভারত-বিরোধিতা করতে গিয়ে বলিউড (Bollywood) তারকা অভিষেক বচ্চন (Abhishek Bachchan) আর ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার অভিষেক শর্মাকে (Abhishek Sharma) গুলিয়ে ফেললেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)। তিনি ক্রিকেট বিষয়ক এক অনুষ্ঠানে এশিয়া কাপ ফাইনাল (Asia Cup 2025 Final) সম্পর্কে বলেন, 'পাকিস্তান যদি শুরুতেই অভিষেক বচ্চনকে আউট করে দিতে পারে, তাহলে মিডল অর্ডারের কী হবে? ওদের মিডল অর্ডার ভালো পারফর্ম করতে পারেনি।' সোশ্যাল মিডিয়ায় শোয়েবের এই মন্তব্য ভাইরাল। অনেকেই তাঁকে ব্যঙ্গ করছেন। জুনিয়র বচ্চনও শোয়েবকে ব্যঙ্গ করতে ছাড়েননি। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘স্যার, শ্রদ্ধা জানিয়েই বলছি, আমার মনে হয় না ওরা আমাকেও আউট করতে পারবে। আর আমি ক্রিকেট ভালো খেলতেও পারি না।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল। অনেকেই নানা মন্তব্য করছেন।
ফাইনালের আগে হঠাৎ আত্মবিশ্বাসী পাকিস্তান শিবির
এবারের এশিয়া কাপে গ্রুপ এ-র ম্যাচে পাকিস্তানকে সহজেই হারিয়ে দেয় ভারতীয় দল। এরপর সুপার ফোর পর্যায়ের ম্যাচে কিছুটা লড়াই হয়। কিন্তু তাতেও ভারতীয় দলের জয় আটকায়নি। বাংলাদেশকে (Bangladesh) কোনওমতে হারিয়ে ফাইনালে পৌঁছতে পেরেছে পাকিস্তান। এতেই তারা হঠাৎ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। শোয়েব বেশ কিছুদিন ধরেই নিজেদের দলের তীব্র সমালোচনা করে আসছিলেন। এখন তিনিও দাবি করছেন, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারে পাকিস্তান। ভারতীয় দল এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত। টানা ছয় ম্যাচে জয় পেয়েছেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। সেরা পারফরম্যান্স না দেখিয়েও জয় পেয়ে যাচ্ছে ভারতীয় দল। তারপরেও ভারতকে হারানোর স্বপ্ন দেখছে পাকিস্তান।
মাঠের বাইরের ঘটনার প্রভাব
এবারের এশিয়া কাপে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) এবং অপারেশন সিঁদুরের (Operation Sindoor) প্রভাব পড়েছে। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে প্ররোচনামূলক আচরণ করে আইসিসি-র (ICC) শাস্তির মুখে পড়েছেন। এতেই খেপে উঠেছে পাকিস্তান শিবির। মাঠের লড়াইয়ে সুবিধা করতে না পেরে তারা এখন ভুল বকতে শুরু করেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


