Shubman Gill: আগামী বিশ্বকাপে অধিনায়ক শুভমানই? বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে জরুরি আলোচনায় বিসিসিআই

Published : Aug 06, 2025, 11:07 AM ISTUpdated : Aug 06, 2025, 11:49 AM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

Shubman Gill: ভারত কি তবে পেয়ে গেল তাদের নতুন অধিনায়ককে? অন্তত পরিস্থিতি সেইরকমই। 

Shubman Gill: বিসিসিআই জরুরি আলোচনায় বসতে চলেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে। ভারত কি তবে পেয়ে গেল তাদের নতুন অধিনায়ককে? অন্তত পরিস্থিতি সেইরকমই (shubman gill captaincy experience)।

ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই-এর কর্তারা (shubman gill captaincy)। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের পর, ওয়ান ডে দলের নেতৃত্বও শুভমান গিলের হাতে তুলে দিতে চাইছেন বিসিসিআই অফিশিয়ালরা। আগামী ২০২৭ সালে, অনুষ্ঠিত হবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তবে তার অনেক আগে থেকেই পরিকল্পনা সেরে রাখতে চাইছেন বোর্ড কর্তারা। 

এবার কোহলি এবং রোহিতের সঙ্গে আলোচনায় বোর্ড 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, তরুণ ক্রিকেটারদের নিয়ে আগামী বিশ্বকাপের পরিকল্পনা করতে চলেছেন বোর্ড কর্তারা। বিসিসিআই-এর এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘‘এখনও দু’বছর বাকি রয়েছে বিশ্বকাপের। আগামী ২০২৭ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। কোহলি এবং রোহিত দুজনের বয়সই তখন ৪০-এর কাছাকাছি পৌঁছে যাবে। তাই আমরা এখন থেকেই পরিকল্পনা সেরে রাখতে চাই। ২০১১ সালের পর, আমরা আর একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জিততে পারিনি। তাই তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দেওয়ার কথা ভাবছে বিসিসিআই।’’

তাঁর আরও দাবি, ‘‘সাদা বলের ক্রিকেটে কোহলি এবং রোহিতের প্রচুর অবদান রয়েছে। তারা অত্যন্ত সফল ক্রিকেটার। প্রায় সব কিছুই জিতে নিয়েছে ওরা। আমরা ওদের উপর কোনওরকম সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছি না। তবে একদিনের সূচি শুরু হওয়ার আগে, ওদের পরিকল্পনা আমাদের জেনে রাখা দরকার। তাই দু’জনের সঙ্গে সরাসরি কথা বলে নেওয়াই ভালো। শারীরিক এবং মানসিকভাবে ওরা ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, সেটা আমাদের জানা দরকার। ওদের সিদ্ধান্তের উপর অনেক কিছুই নির্ভর করছে। তাই আমরা পরিষ্কার হয়ে নিতে চাই একবার।’’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম