Smriti Mandhana-Palaash Muchhal Wedding: স্মৃতি মন্ধানার সঙ্গে পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে দেশজুড়ে যত চর্চা চলছিল, বিয়ে স্থগিত হয়ে যাওয়া নিয়ে তার চেয়েও বেশি আলোচনা চলছে। এবার এ বিষয়ে মুখ খুললেন পলাশের দিদি সঙ্গীতশিল্পী পলক মুচ্ছল (Palak Muchhal)।

DID YOU
KNOW
?
প্রতারণা করেছেন পলাশ?
পলাশ মুচ্ছলের সঙ্গে এক মহিলার চ্যাট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পলাশ প্রতারণা করেছেন বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Palak Muchhal: ভাই পলাশ মুচ্ছলের (Palaash Muchhal) সঙ্গে বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) বিয়ে স্থগিত হয়ে যাওয়া নিয়ে প্রথমবার মুখ খুললেন বলিউডের (Bollywood) বিখ্যাত সঙ্গীতশিল্পী পলক মুচ্ছল। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার মনে হয় দুই পরিবারই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। আমি ফের এ কথা বলতে চাই যে আমরা বিশ্বাস করতে চাই যে এবার ইতিবাচক কিছু হবে। আমরা যতটা পারি ইতিবাচক হতে চাই। কঠিন পরিস্থিতিতে শক্তিশালী থাকাও আমাদের লক্ষ্য।’ বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেননি স্মৃতি ও পলাশ। তবে তাঁরা দু'জনেই ইনস্টাগ্রাম (Instagram) বায়োতে 'নজর' ইমোজি যুক্ত করেছেন। সেটা ঠিক কী কারণে এখনও স্পষ্ট নয়। তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে অনিশ্চয়তা ও সংশয় অব্যাহত।

মুখ খুলেছেন পলাশের মা

পলকের আগে তাঁর মা অমিতা মুচ্ছলও (Amita Muchhal) এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, 'স্মৃতি ও পলাশ দু'জনেই সমস্যার মধ্যে আছে। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। পলাশ বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাড়িতে আসার স্বপ্ন দেখছিল। আমিও ওদের বিয়ের পর বাড়িতে বিশেষভাবে স্বাগত জানানোর পরিকল্পনা করে রেখেছিলাম।' পলাশের মা ও দিদি মুখ খুললেও, স্মৃতির পরিবার মুখে কুলুপ এঁটেছে। ফলে সম্পর্ক কোনদিকে গড়াবে, তা বোঝা যাচ্ছে না।

স্মৃতির সঙ্গে প্রতারণা করেছেন পলাশ?

স্মৃতি ও পলাশের বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পর থেকে মেরি ডি'কোস্টা (Mary D'Costa) নামে এক মহিলাকে নিয়ে চর্চা চলছে। ইনস্টাগ্রামে (Instagram) পলাশের সঙ্গে মেরির চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই চ্যাটে দেখা যাচ্ছে, মেরির সৌন্দর্যের প্রশংসা করেছেন পলাশ। তিনি মেরিকে ভোর পাঁচটায় মুম্বইয়ের (Mumbai) ভারসোভা বিচে (Versova Beach), সাঁতার কাটতে এবং স্পায়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এই চ্যাটেই পলাশ জানিয়েছেন, তিনি স্মৃতির সঙ্গে সম্পর্কে জড়িয়ে। তবে তাঁরা আলাদা শহরে থাকেন। তিনি মাঝেমধ্যেই অন্য শহরে গিয়ে স্মৃতির সঙ্গে দেখা করেন। এরপর মেরি জিজ্ঞাসা করেন, পলাশ স্মৃতিকে ভালোবাসেন কি না। সেই প্রশ্নের জবাব দেননি পলাশ। তিনি এই প্রসঙ্গ এড়িয়ে যান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।