Smriti Mandhana-Palash Muchhal: স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের সম্পর্ক এখন ঠিক কেমন? দেশজুড়ে জল্পনার মধ্যেই তাঁদের দু'জনের ইনস্টাগ্রাম বায়ো (Instagram Bio) নতুন ইঙ্গিত দিচ্ছে।
KNOW
Smriti Mandhana-Palash Muchhal Wedding: স্মৃতি মন্ধানার সঙ্গে পলাশ মুচ্ছলের সম্পর্ক কি স্বাভাবিক হয়ে গিয়েছে? এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও, তাঁদের দু'জনের ইনস্টাগ্রাম বায়ো (Instagram Bio) নতুন ইঙ্গিত দিচ্ছে। স্মৃতি ও পলাশের ইনস্টাগ্রাম বায়োতে বিশেষ ইমোজি দেখা যাচ্ছে। এই ইমোজি হল 'নজর'। এই ইমোজির মাধ্যমে তাঁরা বুঝিয়ে দিতে চাইছেন, তাঁদের উপর কুদৃষ্টি পড়েছে। তাঁরা সেই কুদৃষ্টি বা কুনজর কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান। কিন্তু এতে এ কথা স্পষ্ট হচ্ছে না যে স্মৃতি ও পলাশ ফের কাছাকাছি এসেছেন এবং নতুন করে তাঁদের বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। যদিও পলাশের মা অমিতা মুচ্ছল (Amita Muchhal) দাবি করেছেন, 'স্মৃতি ও পলাশ দু'জনেই সমস্যার মধ্যে আছে। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। পলাশ বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাড়িতে আসার স্বপ্ন দেখছিল। আমিও ওদের বিয়ের পর বাড়িতে বিশেষভাবে স্বাগত জানানোর পরিকল্পনা করে রেখেছিলাম।'
অসুস্থ স্মৃতির বাবা ও পলাশ
২৩ নভেম্বর স্মৃতি ও পলাশের বিয়ে হওয়ার কথা ছিল। রীতি মেনে বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এরই মধ্যে স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা (Shriniwas Mandhana) অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপরেই দুই পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অনির্দিষ্ট সময়ের জন্য বিয়ে স্থগিত হয়ে যাচ্ছে। এরপর পলাশও অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হন। তবে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। স্মৃতির বাবাও সুস্থ হয়ে উঠেছেন। তাঁকেও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে দুই পরিবারেই স্বস্তি ফিরে আসছে। এবার স্মৃতি ও পলাশের সম্পর্ক কোনদিকে গড়াবে, সেই জল্পনা চলছে।
স্মৃতির পাশে জেমাইমা
এই কঠিন পরিস্থিতিতে জাতীয় দলের সতীর্থ স্মৃতির পাশে থাকতে উইমেনস বিগ ব্যাশ লিগে (Women's Big Bash League) ব্রিসবেন হিটের (Brisbane Heat) হয়ে খেলা থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে এসেছেন জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)। ব্রিসবেন হিটের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ধুর পাশে থাকার জন্য জেমাইমাকে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


