Sourav Ganguly: বিসিসিআই-এর বৈঠকে সিএবি-র প্রতিনিধি মহারাজ! বোর্ড প্রেসিডেন্ট পদে আসছেন কোন হেভিওয়েট?

Published : Sep 12, 2025, 11:24 AM IST
SOURAV GANGULY

সংক্ষিপ্ত

Sourav Ganguly: আগামী ২৮ সেপ্টেম্বরের বোর্ড নির্বাচনে কোন রাজ্য ক্রিকেট সংস্থা থেকে কারা প্রতিনিধিত্ব করবেন, তা কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তবে গত দুবারের রেকর্ড ঘাঁটলে দেখা যাবে, হেভিওয়েট ক্রিকেটারদেরকেই প্রেসিডেন্ট করেছে বিসিসিআই (BCCI)।

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি কে হবেন? তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে (bcci president election process)। ইতিমধ্যেই লড়াই থেকে সরে গেছেন সচিন তেন্ডুলকর। বৃহস্পতিবার, তাঁর মিডিয়া টিমের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, “আমরা জানতে পেরেছি, সচিন তেন্ডুলকরের ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া নিয়ে প্রচুর জল্পনা চলছে। তবে আমরা এটা বলতে চাই যে, এইরকম কোনও বিষয়ই নেই। সবাইকে বলব, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।"

হেভিওয়েট ক্রিকেটারদেরকেই প্রেসিডেন্ট করেছে বিসিসিআই

অন্যদিকে, আগামী ২৮ সেপ্টেম্বরের বোর্ড নির্বাচনে কোন রাজ্য ক্রিকেট সংস্থা থেকে কারা প্রতিনিধিত্ব করবেন, তা কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তবে গত দুবারের রেকর্ড ঘাঁটলে দেখা যাবে, হেভিওয়েট ক্রিকেটারদেরকেই প্রেসিডেন্ট করেছে বিসিসিআই (BCCI)। 

প্রথমবার হন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং পরেরবার রজার বিনি। তাহলে এবার নতুন বোর্ড প্রেসিডেন্ট কে? রজার বিনির বয়স ৭০ হয়ে গেছে। ফলে, তিনি আর থাকতে পারবেন না। লোধা কমিশনের আইন অনুযায়ী, ৭০ বছর হয়ে গেলে ক্রিকেটের প্রশাসনিক পদে আর থাকা যাবে না। সেইসঙ্গে, ভাইস প্রেসিডেন্ট এবং নতুন আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যানও বাছাই করার সময় এসে গেছে। 

উল্লেখ্য, সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে একাধিক নাম সামনে আসছে। যেমন রাহুল দ্রাবিড়, কিরণ মোরে, রবি শাস্ত্রী এবং ভিভিএস লক্ষ্মণ। শেষপর্যন্ত, কোন তারকা আসন্ন বোর্ড নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন, তা আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।

মনোনয়ন জমা দিতে পারবেন আগামী ২০ এবং ২১ সেপ্টেম্বর

বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেট কেন এতো উন্নতি করেছে, তা তাদের প্রশাসনিক কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। আগামী ১৩ সেপ্টেম্বর, ড্রাফট ইলেকটোরাল রোল রিলিজ করা হবে। বোর্ড পদাধিকারী হিসেবে সব প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিতে পারবেন আগামী ২০ এবং ২১ সেপ্টেম্বর। এরপর প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ২৩ সেপ্টেম্বর। 

সূত্রের খবর, কিরণ মোরে বরোদার হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সিএবি-র হয়ে প্রতিনিধিত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ, সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর, মহারাজ সিএবি প্রেসিডেন্ট হতে চলেছেন। আর ঠিক তারপরেই হছে বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন। তার মানে টেকনিক্যালি দেখতে গেলে, সৌরভ তখন বোর্ড প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণর দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা