CAB President: মহারাজের দ্বিতীয় ইনিংস। যদিও বিষয়টা কয়েকদিন আগেই পরিষ্কার হয়ে গেছিল (cab president sourav ganguly)। এবার সরকারিভাবে শিলমোহর পড়ল তাতে। সোমবার, শহরের এক পাঁচতারা হোটেলে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল।
সেখানেই এবার সরকারিভাবে দেশের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম সিএবি প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হল (sourav ganguly news update)।
অন্যদিকে, বার্ষিক সাধারণ সভার পর, রাতেই সিএবি কর্তারা সোজা ইডেনে চলে আসেন। প্রায় ৬ বছর পর, আবার সিএবি প্রেসিডেন্টের দায়িত্বে এলেন মহারাজ। এটি তাঁর এই পদে দ্বিতীয় ইনিংস। তবে তাঁর দলে এবার অনেক নতুন মুখ। ফলে, প্রত্যাশাও আকাশছোঁয়া।
প্রসঙ্গত, বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে এর আগে যথেষ্ট সফল ছিলেন তিনি। এবার দ্বিতীয়বারের জন্য সিএবি প্রেসিডেন্টের পদে বসার পর, সৌরভের নির্দিষ্ট কিছু লক্ষ্য রয়েছে। ক্রিকেটের পরিকাঠামোকে ঢেলে সাজাতে চান মহারাজ।
তাঁর ইচ্ছা, জুনিয়র ক্রিকেটে আরও বেশি জোর দেবেন। নিজের স্বপ্নের ভিশন প্রোজেক্টকে একাধিক পরিকল্পনা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এদিনের বার্ষিক সাধারণ সভায়, ক্লাবগুলির অনুদান বৃদ্ধি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে সব ক্লাবকে ৮ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানা গেছে। সিএবিতে সৌরভের প্যানেল ঠিক কীরকম, একবার দেখে নেওয়া যাক।
সচিবঃ বাবলু কোলে
যুগ্ম-সচিবঃ মদন মোহন ঘোষ,
কোষাধ্যক্ষঃ সঞ্জয় দাস
সহ-সভাপতিঃ নীতীশ রঞ্জন দত্ত।
২০১৫-২০১৯ সাল পর্যন্ত, সিএবি প্রেসিডেন্ট ছিলেন সৌরভ। এরপর ২০১৯ সালে, তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই-এর সভাপতি হন। যে পদে ২০২২ সাল পর্যন্ত ছিলেন তিনি।
সেক্ষেত্রে দেখতে গেলে, ফের একবার ক্রিকেটের প্রশাসনিক পদে বসলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।