সঞ্জু স্যামসনের ঝোড়ো শতরান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ২০০ পেরিয়ে গেল ভারত

সম্প্রতি নিয়মিত ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন কেরলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। ভালো ব্যাটিং করে নির্বাচকদের আস্থার যোগ্য মর্যাদা দিচ্ছেন সঞ্জু।

৪৭ বলে শতরান। মোট ৫০ বলে ১০৭ রান। ৭টি বাউন্ডারি, ১০টি ওভার-বাউন্ডারি। আইপিএল-এর ধাঁচে শুক্রবার ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যাটিং করলেন ভারতীয় দলের ওপেনার সঞ্জু স্যামসন। তিনি কোনও বোলারকেই রেয়াত করলেন না। দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ ক্রিকেটারই আইপিএল-এ খেলেন। ফলে দু'দলের ক্রিকেটাররাই একে অপরের খেলার ধরনের সঙ্গে পরিচিত। এরই সুযোগ নিয়ে এদিন ২২ গজে ঝড় তুললেন সঞ্জু। দু'দশক আগে ভারতের ব্যাটারদের কাছে আতঙ্ক ছিল ডারবান। কিন্তু টি-২০ ফর্ম্যাটের যুগে সম্পূর্ণ বদলে গিয়েছে ক্রিকেট। এখন বিশ্বের কোনও পিচই আর অতীতের মতো আতঙ্কের নয়। টি-২০ ফর্ম্যাটে যে কোনও পিচেই বড় স্কোর হতে পারে।

বিশাল স্কোর ভারতের

Latest Videos

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তাঁর এই সিদ্ধান্তে খুশিই হয় ভারতীয় দল। সঞ্জুর সঙ্গে ওপেন করতে নামা অভিষেক শর্মা (৭) অবশ্য বড় রান পাননি। ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ২১ রান। ১৮ বলে ৩৩ রান করেন তিলক ভার্মা। হার্দিক পান্ডিয়া (২) অবশ্য ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। রিঙ্কু সিং করেন ১১ রান। অক্ষর প্যাটেল করেন ৭ রান। আদর্শদীপ সিং ৫ রান করে অপরাজিত থাকেন। রবি বিষ্ণোই করেন ১ রান। ৮ উইকেটে ২০২ রান করল ভারতীয় দল।

জেরাল্ড কোটজির ৩ উইকেট

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন জেরাল্ড কোটজি। ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন মার্কো জ্যানসেন। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন কেশব মহারাজ। ৩ ওভারে ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন এনকাবায়মজি পিটার। ২ ওভারে ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন প্যাট্রিক ক্রাগার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাবা হচ্ছেন কে এল রাহুল, স্ত্রী আথিয়া শেট্টি দিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর

অস্ট্রেলিয়া সফরের আগে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে অবকাশ যাপন, দক্ষিণ ভারতীয় খাবারে মজে বিরাট কোহলি

হাইব্রিড মডেলে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫? ভারতের ম্যাচ সরে যাবে দুবাইয়ে?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia