Pathum Nissanka: শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ওডিআই-তে দ্বিশতরান পথুম নিশাঙ্কর

গত কয়েক দশক ধরে ওডিআই ম্যাচ চললেও, টি-২০ ফর্ম্যাট চালু হওয়ার আগে পর্যন্ত ৫০ ওভারের ম্যাচে কোনও ব্যাটার দ্বিশতরান করতে পারেননি। ক্রিকেটের ধরন বদলে দিয়েছে টি-২০ ফর্ম্যাট।

শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ওডিআই ম্যাচে দ্বিশতরানের নজির গড়লেন পথুম নিশাঙ্ক। শুক্রবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ওপেন করতে নেমে অপরাজিত দ্বিশতরান করেন নিশাঙ্ক। ১৩৯ বলে ২১০ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ২০টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। নিশাঙ্কর এই অসাধারণ ইনিংসের সুবাদে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ৩৮১ রান করেছে শ্রীলঙ্কা। নিশাঙ্কর পাশাপাশি ভালো ব্যাটিং করেন অপর ওপেনার আবিষ্কা ফার্নান্ডো। ৮৮ বলে ৮৮ রান করেন এই ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। অধিনায়ক কুশল মেন্ডিস করেন ১৬ রান। সাদিরা সমরবিক্রমা ৩৬ বলে ৪৫ রান করেন। ৭ রান করে অপরাজিত থাকেন চরিত আসালাঙ্কা।

আফগানিস্তানের বোলারদের দুর্দশা

Latest Videos

নিশাঙ্ক ও ফার্নান্ডোর দাপটে মহম্মদ নবি ছাড়া আফগানিস্তানের সব বোলারই প্রচুর রান দেন। সবচেয়ে খারাপ অবস্থা ছিল আজমাতুল্লাহ ওমরজাইয়ের। ৬ ওভার বোলিং করে ৫৫ রান দেন তিনি। ৯ ওভার বোলিং করে ৭৭ রান দেন ফজলহক ফারুকি। ৯ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৭৯ রান দিয়ে ২ উইকেট নেন ফরিদ আহমেদ। ৮ ওভার বোলিং করে ৬১ রান দেন গুলাবদিন নায়েব। ৮ ওভার বোলিং করে ৬২ রান দেন নূর আহমেদ। ১০ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন নবি।

১০ নম্বর ব্যাটার হিসেবে ওডিআই-তে দ্বিশতরান নিশাঙ্কর

ওডিআই-তে প্রথম দ্বিশতরান করেন সচিন তেন্ডুলকর। এরপর দ্বিশতরান করেন বীরেন্দ্র সেহবাগ, রোহিত শর্মা, শুবমান গিল, ঈশান কিষান, গ্লেন ম্যাক্সওয়েল, মার্টিন গাপটিল, ফকর জামান ও ক্রিস গেইল। এবার ওডিআই-তে দ্বিশতরান করলেন নিশাঙ্ক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: চেন্নাই সুপার কিংসের নতুন স্পনসর ইতিহাদ, ধোনির জার্সি প্রকাশের ভিডিও ভাইরাল

Ravindra Jadeja: 'টাকার জন্যই ছেলের সঙ্গে বিয়ে করেছে রিভাবা', বিস্ফোরক অভিযোগ রবীন্দ্র জাদেজার বাবার

Ranji Trophy: সচিন বেবির অপরাজিত শতরান, কেরালার বিরুদ্ধে চাপে বাংলা

Share this article
click me!

Latest Videos

‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার