সংক্ষিপ্ত

হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য বিশাখাপত্তনম টেস্ট ম্যাচে খেলতে পারেননি ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এরই মধ্যে তিনি পারিবারিক সমস্যায় জর্জরিত।

ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও তাঁর স্ত্রী রিভাবা জাদেজাকে তীব্র আক্রমণ করলেন বাবা অনিরুদ্ধসিং জাদেজা। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাদেজার বাবা দাবি করেছেন, ‘ও আমার ছেলে। ওর কথা ভাবলেই আমার হৃদয় ব্যথায় ভরে যায়। এখন আমার মনে হয়, ওর বিয়ে না হলেই ভালো হত। ও ক্রিকেটার না হলেই ভালো হত। ওর বিয়ে না হলে, ও ক্রিকেটার না হলে এত কিছু হত না। বিয়ের ৩ মাসের মধ্যেই রিভাবা দাবি করে, সবকিছু ওর নামে লিখে দিতে হবে। ও আমাদের পরিবারের ভাঙন ধরায়। ও পরিবারের সবার সঙ্গে থাকতে চায়নি। ও স্বাধীনভাবে থাকতে চেয়েছিল। আমার ভুল হতে পারে। আমার মেয়ে নয়নাবও ভুল হতে পারে। কিন্তু আমাদের পরিবারের ৫০ জন সদস্যই কী করে ভুল করতে পারেন? রিভাবার সঙ্গে পরিবারের কারও সম্পর্ক নেই। ও সবাইকে ঘৃণা করে।’

বাবার অভিযোগ অস্বীকার জাদেজার

বাবার যাবতীয় অভিযোগ অস্বীকার করে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন জাদেজা। তিনি স্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার পাল্টা অভিযোগ এনেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে এই অলরাউন্ডার লিখেছেন, ‘দিব্যা ভাস্করকে দেওয়া সন্দেহজনক সাক্ষাৎকারে যে সব কথা বলা হয়েছে, সেগুলি মিথ্যা ও অর্থহীন। একতরফা কথা বলা হয়েছে। আমি সব কথা অস্বীকার করছি। আমার স্ত্রীর ভাবমূর্তির ক্ষতি করার চেষ্টা ঠিক নয়। এই চেষ্টা নিন্দনীয়। আমার অনেককিছুই বলার আছে। কিন্তু আমি সর্বসমক্ষে কিছু বলতে চাই না।’

 

 

রাজকোট টেস্টের দলে ফিরবেন জাদেজা?

হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিন চোট পান জাদেজা। তিনি এখন চোট সারানোর জন্য বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে এই অলরাউন্ডার জানিয়েছেন, তিনি সুস্থ হয়ে ওঠার পথে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Ravindra Jadeja: চোট সারানোর উদ্যোগ, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রবীন্দ্র জাদেজা

World Cup Final: বিশ্বকাপে শেষ ম্যাচ খেলে ফেললেন বিরাট, রোহিত, শামি, জাদেজা?

রাজার মতোই ফিরলেন 'স্যার জাদেজা', সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস অনুরাগীদের