সংক্ষিপ্ত
বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরিকাঠামো বেশ উন্নত। নতুন ক্রিকেট অ্যাকাডেমির ব্যবস্থাপনা আরও ভালো। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন বিসিসিআই সচিব জয় শাহ।
কিছুদিন পরেই বেঙ্গালুরুতে নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধন হতে চলেছে। পুরনো জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়েও নতুন অ্যাকাডেমির পরিকাঠামো আরও উন্নত হতে চলেছে। শনিবার 'এক্স' হ্যান্ডলে নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ছবি ও বিস্তারিত তথ্য শেয়ার করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে বিসিসিআই-এর নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কাজ প্রায় সম্পূর্ণ। কিছুদিনের মধ্যেই বেঙ্গালুরুতে এই অ্যাকাডেমির উদ্বোধন হবে। নতুন এনসিএ-তে ৩টি বিশ্বমানের খেলার মাঠ, ৪৫টি অনুশীলনের পিচ, অলিম্পিক-সাইজের স্যুইমিং পুল, স্টেট-অফ-দ্য-আর্ট ট্রেনিং, চোট সারানো এবং ক্রীড়া বিজ্ঞানের ব্যবস্থা থাকছে। এই ব্যবস্থা দেশের বর্তমান ও ভবিষ্যতের ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে সবরকমভাবে সাহায্য করবে।’
ক্রিকেটের উন্নতিতে সাহায্য করবে নতুন অ্যাকাডেমি
বিসিসিআই-এর নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বিশ্বমানের পরিকাঠামো থাকছে। ক্রিকেটারদের জন্য সেরা ব্যবস্থা থাকছে। চোট পাওয়ার পর রিহ্যাবের জন্য এলে বা সাধারণভাবে অনুশীলনের জন্য এলেও ক্রিকেটাররা উন্নত পরিকাঠামোর সুবিধা পাবেন। এই নতুন অ্যাকাডেমিতে ইন্ডোর ক্রিকেট পিচ থাকছে। ফলে বৃষ্টি হলেও অনুশীলন বাধাপ্রাপ্ত হবে না। স্যুইমিং পুলে নেমে ক্লান্তি দূর করতে পারবেন ক্রিকেটাররা। ক্রীড়া বিজ্ঞানের সাহায্য নিয়ে দ্রুত চোট সারিয়ে ফিট হয়ে ওঠার সুযোগ পাবেন ক্রিকেটাররা।
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য পরিকল্পনা বিসিসিআই-এর
বিরাট কোহলি ও রোহিত শর্মা কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। তাঁরা হয়তো আর ২-৩ বছরের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন। সে কথা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য পরিকল্পনা শুরু করেছেন বিসিসিআই কর্তারা। উন্নত পরিকাঠামোর পাশাপাশি জাতীয় দলে তরুণ ক্রিকেটারদের তুলে আনার জন্যও বিশেষ পরিকল্পনা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়, আইপিএল-এ মেগা নিলামের বিরোধিতা শাহরুখ-কাব্যর
ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে: হাইভোল্টেজ টাই! অর্ধশতরান করেও দলকে জেতাতে পারলেন না রোহিত