
Kapil Dev on Stray Dogs: পথ কুকুরদের ধরে নিয়ে গিয়ে কোনও জায়গায় বন্দি করে রাখার বদলে অন্য কোনও উপায় আছে কি না, সে বিষয়ে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলের (Delhi and NCR) প্রশাসনকে ভেবে দেখার অনুরোধ জানালেন কপিল দেব। ১৯৮৩ সালে ক্রিকেটে ভারতকে প্রথমবার বিশ্বসেরা করে তোলা অলরাউন্ডার এক প্রাণীকল্যাণ সংস্থার জন্য ভিডিও বার্তায় বলেছেন, 'আমি জানি, কুকুরদের বিষয়ে অনেক কথা বলা হয়েছে। কিন্তু একজন নাগরিক হিসেবে আমার মনে হয়, কুকুররা সবচেয়ে সুন্দর সৃষ্টি। তাই প্রশাসনের কাছে আমার অনুরোধ, ওদের দিকে দেখুন। ওদের ছুড়ে ফেলে দেবেন না। ওরা যাতে ভালোভাবে বাঁচতে পারে সে বিষয়ে উদ্যোগ নিন।' অনেকেই পথ কুকুরদের বিষয়ে কপিল দেবের এই বক্তব্য সমর্থন করছেন। আবার বিরুদ্ধ মতও শোনা যাচ্ছে।
সম্প্রতি দিল্লি সরকার (Delhi Government) ও দিল্লি-এনসিআর অঞ্চলের পুরসভাগুলিকে সুপ্রিম কোর্ট বলেছে, রাস্তা থেকে সব পথ কুকুর সরিয়ে নিতে হবে। তাদের ধরে নিয়ে গিয়ে আলাদা জায়গায় রাখতে হবে। পথ কুকুরদের আর রাস্তায় ছাড়া যাবে না। এই নির্দেশ ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। পশুপ্রেমীরা সুপ্রিম কোর্টের এই নির্দেশের তীব্র সমালোচনা করছেন। অনেকেই বলছেন, পথ কুকুরদের রাস্তা থেকে সরিয়ে দিলে ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে এবং আরও নানা ধরনের সমস্যা তৈরি হবে। বাস্তুতন্ত্রই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া পথ কুকুরদের যেখানে রাখার কথা বলা হচ্ছে সেই জায়গা সীমিত। সেখানে গাদাগাদি করে পথ কুকুরদের রাখলে তাদের সমস্যা হবে।
এর আগে ২০২৩ সালেও পথ কুকুরদের নিয়ে সরব হয়েছিলেন কপিল দেব। পথ কুকুরদের প্রতি নৃশংস আচরণের বিরোধিতা করে তিনি দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছিলেন। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়েও মুখ খুললেন এই প্রাক্তন ক্রিকেটার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।