IND vs PAK Asia Cup 2025: প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে জয়ের পর রবিবার, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। ওদিকে আবার পাকিস্তানও নিজেদের প্রথম ম্যাচে ওমানকে পরাজিত করেছে।

IND vs PAK Asia Cup 2025: এশিয়া কাপে রবিবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম পাকিস্তান (india vs pakistan asia cup 2025)। কার্যত, ২২ গজে মহারণ, নিঃসন্দেহে এশীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম মেগা লড়াই। আর সেই ম্যাচের প্রথম একাদশ কী হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে (ind vs pak asia cup 2025 schedule)।

যে দল জিতবে তারাই এগিয়ে যাবে সুপার ফোরের দিকে

প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে জয়ের পর রবিবার, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। ওদিকে আবার পাকিস্তানও নিজেদের প্রথম ম্যাচে ওমানকে পরাজিত করেছে। তাই রবিবারের ম্যাচে, যে দল জিতবে তারাই এগিয়ে যাবে সুপার ফোরের দিকে।

Scroll to load tweet…

দলের হেডকোচ গৌতম গম্ভীর বরাবরই মাল্টি-স্কিলড ক্রিকেটার পছন্দ করেন। আর এই ধরনের হাইভোল্টেজ ম্যাচে এইরকম ক্রিকেটারদের দলে স্থান পাওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অর্থাৎ, বাড়তি গুরুত্ব দেওয়া হতে পারে অলরাউন্ডারদের। 

এমনিতে কুলদীপ এবং শিবম দুবের বোলিং নিঃসন্দেহে নিশ্চিন্ত রাখবে গম্ভীরকে। তাছাড়া পাকিস্তান ম্যাচের আগে হার্দিক, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, যশপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী সহ ভারতীয় দলের গোটা বোলিং লাইনআপ যেন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। কারণ, তাদের সাম্প্রতিক ফর্ম। সূত্রের খবর, এই ম্যাচে প্রথম একাদশে আসতে পারেন আর্শদীপ।

অপরদিকে ব্যাটিং লাইন-আপে অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন এবং রিঙ্কু সিংরা তো আছেনই। এই চারজনই টি-২০ ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞ এবং মিডল অর্ডারে দায়িত্ব সামলানোর জন্য একদম প্রস্তত।

YouTube video player

ওদিকে আবার জীতেশ শর্মা, হর্ষিত রানাও আছেন। ফলে, রিজার্ভ বেঞ্চও মারাত্মক শক্তিশালী। তাই ধারে ও ভারে পাকিস্তানের থেকে এই মুহূর্তে অনেক এগিয়ে রয়েছে ভারত। ওপেনিং, মিডল-অর্ডার, লোয়ার অর্ডার এবং বোলিং, সব বিভাগেই টেক্কা দিতে তৈরি তারা।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক-ব্যাটার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে/আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।