সোমবার থেকে আইসিসি পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা শুরু হবে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এবার পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে স্মৃতি মন্ধানা, সূর্যকুমার যাদব, আর্শদীপ সিংরা। আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হতে পারেন সূর্যকুমার।
নতুন বছরের প্রথম মাসেই ঘোষণা হতে চলেছে আইসিসি পুরস্কার প্রাপকদের নাম
আইসিসি-র পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা হতে চলেছে। বিভিন্ন বিভাগে পুরস্কার পাওয়া দৌড়ে আছেন কয়েকজন ভারতীয় ক্রিকেটার।
আইসিসি বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার পেতে পারেন সূর্যকুমার যাদব
টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব এবার আইসিসি বর্ষসেরা টি-২০ ব্যাটারের পুরস্কার পেতে পারেন।
আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটার হওয়ার দৌড়ে ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা
এবার আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা।
আইসিসি-র বর্ষসেরা তরুণ ক্রিকেটার হওয়ার দৌড়ে ভারতের পেসার আর্শদীপ সিং
গত বছরের এশিয়া কাপ থেকে ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বাঁ হাতি পেসার আর্শদীপ সিং। তিনি এবার আইসিসি-র বর্ষসেরা তরুণ ক্রিকেটার পুরস্কার পেতে পারেন।
বর্ষসেরা তরুণী মহিলা ক্রিকেটার পুরস্কার পাওয়া দৌড়ে যস্তিকা ভাটিয়া ও রেণুকা সিং
আইসিসি-র বর্ষসেরা তরুণী মহিলা ক্রিকেটার পুরস্কার পাওয়ার লড়াইয়ে আছেন উইকেটকিপার-ব্যাটার যস্তিকা ভাটিয়া ও পেসার রেণুকা সিং।
আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম
ভারতের কোনও পুরুষ ক্রিকেটার আইসিসি বর্ষসেরা হওয়ার দৌড়ে না থাকলেও লড়াইয়ে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।