চোট সারাতে ২ সপ্তাহ রিহ্যাবে থাকতে হবে শাহিন আফ্রিদিকে, জানাল পিসিবি

টি-২০ বিশ্বকাপ ফাইনালে চোট পেয়েছিলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। তাঁর চোটের বর্তমান অবস্থা নিয়ে নতুন খবর জানাল পিসিবি।

রবিবার টি-২০ বিশ্বকাপের শেষদিকে ডান হাঁটুতে চোট পান পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ১৩-তম ওভারে হ্যারি ব্রুকের ক্যাচ ধরতে গিয়ে চোট পান এই পেসার। ম্যাচের শেষদিকে এই চোটের জন্য মাঠ ছাড়তে হয় আফ্রিদিকে। তিনি ওভার সমাপ্ত করতে পারেননি। এরপরেই ম্যাচের মোড় ঘুরে যায়। ২২ বছর বয়সি এই পেসারের চোট নিয়ে নতুন খবর জানাল পিসিবি। এক বিবৃতিতে পিসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, 'পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে চিকিৎসক দু'সপ্তাহ রিহ্যাবিলিটেশনে থাকার পরামর্শ দিয়েছেন। রবিবার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের হ্যারি ব্রুকের ক্যাচ ধরতে গিয়ে চোট পান তিনি। বেকায়দায় মাটিতে পা পড়ে যাওয়ায় তাঁর ডান হাঁটুতে চোট পান। সোমবার পাকিস্তান দল অস্ট্রেলিয়া ছেড়ে দেশের উদ্দেশে রওনা হওয়ার আগে তাঁর চোটের জায়গায় স্ক্যান করা হয়। এই স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছে, হাঁটুতে বিশেষ কোনও আঘাত লাগেনি। চোটও বড় কিছু নয়। মাটিতে বেকায়দায় পা পড়ে যাওয়ার ফলেই হাঁটুতে চোট লেগেছে। এই চোট সারানোর জন্যই তাঁকে বিশ্রাম ও রিহ্যাবে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।'

পিসিবি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 'পিসিবি-র চিফ মেডিক্যাল অফিসার ডক্টর নাজিবুল্লাহ সুমরো এবং অস্ট্রেলিয়ার হাঁটু বিশেষজ্ঞ ডক্টর পিটার ডি'আলেজান্দ্রোর সঙ্গে শাহিনের স্ক্যানের রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তাঁরাও জানিয়েছেন, এই ক্রিকেটারের হাঁটুর চোট গুরুতর নয়। ও এখন ভালই আছে। ও আপাতত রিহ্যাবে থাকবে। ও পাকিস্তানে ফেরার পর ন্যাশনাল হাই পারফরম্য়ান্স সেন্টারে রিহ্যাব চলবে।'

Latest Videos

এর আগে এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন ডান পায়ের লিগামেন্টে চোট পান আফ্রিদি। তবে সেই চোটের পরেও তিনি টি-২০ বিশ্বকাপের দলে জায়গা করে নেন। রবিবার ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ার পর তিনি কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে যান। এরপর অবশ্য ১৬-তম ওভারে তিনি মাঠে ফেরেন। এই ওভারের প্রথম বল করার পরেই যন্ত্রণায় বিবর্ণ হয়ে যায় তাঁর মুখ। এরপরেই তিনি মাঠ ছাড়েন। তাঁর বদলে ওভারটি শেষ করেন ইফতিকার আহমেদ। এই ওভারে ১৩ রান ওঠে। তারপরেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে মাঠের বাইরে চলে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থকদের আক্রমণের মুখে পড়েছেন আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম অবশ্য আফ্রিদির পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিয়েছেন।

আরও পড়ুন-

এই কারণেই ম্যাচ গড়াপেটা হয়, পাকিস্তান দল নিয়ে বিস্ফোরক জাভেদ মিঁয়াদাদ

ভারতের প্রধান বোলাররা ২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে বল করতে চাননি, দাবি শোয়েব মালিকের

T20 World Cup Final : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সতর্ক থাকুন, আজ এই ৪ রাশির দিনটা ভালো কাটবে না! দেখুন আজকের রাশিফল | Rashifal Today | Horoscope
'মমতা যতদিন থাকবে, ধপধপ করে আরও বাড়ি পড়ে যাবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Baghajatin
১৯৭১ সাল থেকে আর দেখা যায়নি | Socorro Doves | London Zoo | Doves
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral
'এদের পুরো টাকাই ফেরত দিতে হবে', প্রমোটার ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন Suvendu Adhikari