পাকিস্তানের ওপেনারদের সীমাবদ্ধতা আছে, বাবর আজমের সমালোচনায় মহম্মদ আমির

Published : Oct 30, 2022, 01:49 PM IST
Babar Azam

সংক্ষিপ্ত

ভারত ও জিম্বাবোয়ের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট দলের সমালোচনা চলছেই। প্রাক্তন ক্রিকেটাররা নিয়মিতভাবে বাবর আজমদের খুঁত বের করে চলেছেন। 

ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের পর এবার মহম্মদ আমির। পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনায় সরব হলেন আরও এক পেসার। তাঁর নিশানায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং অপর ওপেনার মহম্মদ রিজওয়ান। আমিরের দাবি, বাবর ও রিজওয়ানের কিছু সীমাবদ্ধতা আছে। তাঁরা নিজেদের পছন্দের জায়গা ছেড়ে বেরোতেও চান না। অন্য ব্যাটিং অর্ডারে মানিয়ে নেওয়ার বিষয়ে তাঁদের আপত্তি আছে। সেই কারণেই সমস্যায় পড়ছে পাকিস্তান। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেছেন, “মিসবা উল-হক যখন পাকিস্তানের প্রধান কোচ হন, তখন থেকেই সমস্যা শুরু হয়। তিনি ফকর জামানকে ওপেনিং পজিশন থেকে সরিয়ে দেন। ফকরের বদলে ওপেন করতে পাঠানো হয় রিজওয়ানকে। ফকর টি-২০ আন্তর্জাতিকে পাকিস্তানের ওপেনার হিসেবে ভাল পারফরম্যান্স দেখাচ্ছিল। কিন্তু রিজওয়ান অন্য কোনও পজিশনে মানিয়ে নিতে পারছিল না বলে ফকরের বদলে ওকেই ওপেন করতে পাঠানো হয়। এতে পাকিস্তান ক্রিকেট দলের ক্ষতি হয়েছে।”

আমির আরও বলেছেন, “ভাল খেলোয়াড়রা যে কোনও জায়গাতেই ভাল খেলার ক্ষমতা রাখেন। কিন্তু বাবর ও রিজওয়ান সেটা করতে পারে না। দলে নিজের জায়গা ধরে রাখার লক্ষ্যে রিজওয়ান বলেছিল, ও ৫ নম্বরে ব্যাটিং করতে পারবে না। তখনই ফকরকে সরিয়ে ওকে ব্যাটিং ওপেন করতে পাঠানো হয়। পাকিস্তানের দুই ওপেনারেরই সীমাবদ্ধতা আছে। ওরা নিজেদের পছন্দের জায়গা ছেড়ে নড়তে পারে না।”

এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম ২ ম্যাচেই হারের পর থেকে পাকিস্তানের ব্যাটিং ও বোলিং নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে বাবরকে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে অভিহিত করা হচ্ছিল। কিন্তু এখন তাঁকেই সমালোচনায় ভরিয়ে দেওয়া হচ্ছে। রিজওয়ানেরও কড়া সমালোচনা করা হচ্ছে। পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের আক্রমণ করেছেন শোয়েব। তাঁর দুই সিনিয়র সতীর্থ ওয়াসিম, ওয়াকারও পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে সরব। বাবরের সমালোচনা করে ওয়াসিম বলেছেন, “আমাদের ওপেনিংয়েই সমস্যা হচ্ছে। অধিনায়ক ব্যাটিং করতে নামছে কিন্তু ও দলের হাল ধরতে পারছে না। খোদ অধিনায়ক যদি নিজের জন্য খেলে এবং দলে জায়গা ধরে রাখার বিষয়ে অনিশ্চয়তায় ভোগে, তাহলে সেই দল সমস্যায় পড়বেই। পাকিস্তানের ক্ষেত্রে ঠিক সেটাই হচ্ছে। অধিনায়কে রান করতে হবে এবং দলের অন্যান্য ব্যাটারদের নিজের জায়গায় ব্যাটিং করার সুযোগ দিতে হবে। দলের সবাইকে বুঝিয়ে দিতে হবে, তাদের জন্য অধিনায়ক আত্মত্যাগ করতে রাজি। বাবরকে এটা শিখতে হবে।”

আরও পড়ুন-

উত্তেজক ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ রানে জয়, সেমি ফাইনালের লড়াই জমিয়ে দিল বাংলাদেশ 

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস? 

টি-২০ বিশ্বকাপে ভারতের সেমি ফাইনালে যাওয়ার অঙ্ক কী?

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার