হার্দিক পান্ডিয়াকে ভারতের টি-২০ দলের অধিনায়ক করা উচিত, মন্তব্য শ্রীকান্তের

টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতীয় দল হেরে যাওয়ার পর থেকেই তীব্র সমালোচনা চলছে। এবার এই সুরে গলা মেলালেন প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

 

 

নিউজিল্যান্ড সফরে বিশ্রামে ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও কে এল রাহুল। টি-২০ সিরিজে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। সহ-অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থকে। এবার হার্দিককে ভারতের টি-২০ দলের নিয়মিত অধিনায়ক করার দাবি জানালেন ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ওডিআই বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তাঁর মতে, ২০২৪ সালে পরবর্তী টি-২০ বিশ্বকাপের জন্য এখন থেকেই ভারতীয় দলকে নতুন করে তৈরি করা উচিত। সেই কারণেই হার্দিককে অধিনায়ক করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। টি-২০ বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, 'আমি যদি নির্বাচক কমিটির চেয়ারম্যান হতাম, তাহলে বলতাম, হার্দিককে এখনই টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য এখনই অধিনায়ক করা উচিত। এ বিষয়ে কোনওরকম বিলম্ব করা উচিত নয়। এখনই ব্যবস্থা নেওয়া উচিত। আগামী টি-২০ বিশ্বকাপের জন্য এখন থেকেই ভারতীয় দলকে তৈরি করতে হবে। এটাকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।'

Latest Videos

শ্রীকান্ত আরও বলেছেন, 'আজ থেকেই ভারতীয় দলকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করা উচিত। আর কয়েকদিন পর থেকেই শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ। এই সিরিজ থেকেই ভারতীয় দলকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করা উচিত। দু'বছর আগে থাকতেই টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। এটা যে জরুরি, সেটা সবাইকে বুঝতে হবে। এখন এক বছর ধরে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়া যেতে পারে। তারপর ২০২৩ সালে দল গঠন সম্পূর্ণ করে ফেলতে হবে। সেই দলই ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে খেলবে।'

এখন যাঁরা ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলছেন, তাঁদের মধ্যে একমাত্র হার্দিকই ফাস্ট বোলিং অলরাউন্ডার। শ্রীকান্তের মতে, বিশ্বকাপ জিততে গেলে ভারতীয় দলে আরও ফাস্ট বোলার অলরাউন্ডার দরকার। এ বিষয়ে এই প্রাক্তন তারকা বলেছেন, 'ভারতীয় দলে ফাস্ট বোলিং অলরাউন্ডার দরকার। আমরা কীভাবে ১৯৮৩ বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ, ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জিতলাম? আমাদের দলে একাধিক ফাস্ট বোলার অলরাউন্ডার বা সেমি অলরাউন্ডার ছিল। তাই দীপক হুডার মতো আরও কয়েকজনকে ভারতীয় দলে সুযোগ দিতে হবে।'

বিসিসিআই কর্তারা ইঙ্গিত দিয়েছেন, আগামী বছর থেকে টি-২০ ফর্ম্যাটে বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারকেই সুযোগ দেওয়া হবে না। তাঁদের বদলে জুনিয়র ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে। দলে অনেক রদবদল করা হবে।

আরও পড়ুন-

টি-২০ বিশ্বকাপের সেরা দলে বিরাট, সূর্যকুমার, দ্বাদশ ব্যক্তি হার্দিক

কেকেআর পরিবারে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত, সমর্থকদের বার্তা রহমানউল্লাহ গুরবাজের

T20 World Cup Final : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury