সংক্ষিপ্ত

আগামী মাসে আইপিএল-এর নিলাম। তার আগেই আইপিএল ২০২৩-এর দল গুছিয়ে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স।

আগামী মরসুমের আইপিএল-এর জন্য চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানস থেকে নিউজিল্যান্ডের লকি ফার্গুসন এবং আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগেই দলকে শক্তিশালী করার জন্য এই দুই ক্রিকেটারকে দলে নিল কেকেআর ম্যানেজমেন্ট। ফার্গুসন টি-২০ ফর্ম্যাটে অভিজ্ঞ ক্রিকেটার। তিনি এর আগেও আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে তাঁর উপর ভরসা রয়েছে কেকেআর ম্যানেজমেন্টের। ২০ বছরের গুরবাজ গত মরসুমে জেসন রয়ের বদলে গুজরাট দলে সুযোগ পান। তবে তিনি একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। তবে টি-২০ ফর্ম্যাটে তাঁকে প্রতিশ্রুতিমান ক্রিকেটার তকমা দিয়েছেন অনেকে। গুজরাট থেকে কলকাতায় এসে সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন গুরবাজ। তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, কেকেআর-এ যোগ দিয়ে খুব ভাল লাগছে। এই আফগান ক্রিকেটার বলেছেন, 'সবাইকে নমস্কার, আমি রহমানউল্লাহ গুরবাজ। কেকেআর পরিবারের একটি অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। আমার উপর ভরসা রাখার জন্য কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ। আমি কেকেআর পরিবারের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাই। খুব তাড়াতাড়ি সবার সঙ্গে দেখা হচ্ছে।'

কেকেআর-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটানস থেকে আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে দলে নিয়েছে। তাঁকে আইপিএল ২০২২-এ ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়ের বদলে গুজরাট টাইটানস দলে নেওয়া হয়। যদিও গত মরসুমে তিনি একটি ম্যাচেও খেলেননি।'

কেকেআর-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 'নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসনকেও আগামী মরসুমের আইপিএল-এর জন্য গুজরাট টাইটানস থেকে কলকাতা নাইট রাইডার্সে নেওয়া হয়েছে। তিনি গুজরাট টাইটানসের হয়ে ১৩ ম্যাচ খেলে ১২ উইকেট নিয়েছেন। তার মধ্যে একটি ম্যাচে ৪ উইকেট নেন।'

২০২১ মরসুমের আইপিএল-এ ফার্গুসন কেকেআর-এর হয়ে খেলেন। সেবার তিনি ৮ ম্যাচ খেলে ১৩ উইকেট নেন। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ফাইনালে ওঠে কেকেআর। যদিও ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় কেকেআর।

২৩ ডিসেম্বর কোচিতে আইপিএল-এর নিলাম। ফ্র্যাঞ্জাইজিগুলি নিলামে সর্বোচ্চ ৯৫ কোটি টাকা খরচ করতে পারবে বলে জানিয়েছে বিসিসিআই। নিলামের আগে দলগুলিকে খেলোয়াড়দের ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার সুযোগ দিচ্ছে বিসিসিআই। মঙ্গলবারের মধ্যে এই তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্জাইজিগুলিকে। তারপর নিলামে চূড়ান্ত দল বাছাই করতে পারবে দলগুলি।

আরও পড়ুন-

আইপিএল ২০২৩: গুজরাট টাইটানস থেকে কলকাতা নাইট রাইডার্সে লকি ফার্গুসন

আইপিএল ২০২৩: পোলার্ডকে ছেড়ে দিল মুম্বই, জাদেজাকে ধরে রাখল সিএসকে

T20 World Cup Final : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড