দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে যেতে হলে বাংলাদেশের বিরুদ্ধে জিততেই হত ভারতীয় দলকে। সেটা করতে পারলেন বিরাট কোহলি, কে এল রাহুলরা।
কোনও একটি দল বা কোনও একজন খেলোয়াড় যখন ছন্দে থাকেন, তখন হঠাৎ যদি খেলা বন্ধ হয়ে যায়, তাহলে ছন্দপতন হতে বাধ্য। খেলা শুরু হওয়ার পর ফের একইভাবে নিজের কাজ করে যাওয়া সহজ নয়। লিটন দাসও সেটা করতে পারলেন না। ভারতের বিরুদ্ধে বড় টার্গেট তাড়া করতে নেমে তিনি শুরুটা করেছিলেন ঝড়ের গতিতে। বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার পর বাংলাদেশের স্কোর ছিল ৭ ওভারে বিনা উইকেটে ৬৬। ২১ বলে ৫০ রান পূর্ণ করেন লিটন। খেলা বন্ধ হওয়ার সময় তিনি ৫৯ রানে অপরাজিত ছিলেন। কিন্তু খেলা শুরু হওয়ার পর আর ১ রান করেই তিনি রান আউট হয়ে যান। দলের ৬৮ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ। খেলা ফের শুরু হওয়ার পর বাংলাদেশের পরিবর্তিত টার্গেট হয় ১৬ ওভারে ১৫১। সেটা আর করতে পারলেন না শাকিব আল-হাসানরা। পরপর উইকেট তুলে নিয়ে সহজেই এই ম্যাচ জিতে নিল ভারত। এই জয়ের ফলে ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে গেল।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল-হাসান। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল বিরাট কোহলির অপরাজিত ৬৪ ও কে এল রাহুলের ৫০ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। প্রথমে বাংলাদেশের টার্গেট ছিল ১৮৫ রান। তারা ৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৬ রান তুলে ফেলে। সেই সময় বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। তখন বাংলাদেশ ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১৭ রানে এগিয়েছিল। ফের খেলা শুরু হওয়ার পর বাংলাদেশের পরিবর্তিত টার্গেট হয় ১৬ ওভারে ১৫১ রান। পরপর উইকেট হারিয়ে সেই রান আর তুলতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ৬০ রান করেন লিটন। বাকিরা কেউই বড় স্কোর করতে পারেননি।
শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২০ রান। ভারতের হয়ে বোলিং করতে যান আর্শদীপ সিং। তাঁর প্রথম বলে হয় ১ রান। পরের বলে ছক্কা মারেন নুরুল হাসান সোহান। তৃতীয় বলে কোনও রান হয়নি। চতুর্থ বলে হয় ২ রান। পঞ্চম বলে বাউন্ডারি মারেন সোহান। শেষ বলে হয় ১ রান। ফলে ৫ রানে জয় পায় ভারত। বাংলাদেশ ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করল। ভারতের হয়ে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ। ২৫ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ শামি।
আরও পড়ুন-
টি-২০ বিশ্বকাপে স্বপ্নের ফর্ম, সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলি
টি-২০ ম্যাচে দু'দল মিলিয়ে ৫০১ রান! বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রতিযোগিতায়
দল নয়, নিজের কথাই ভাবছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, তোপ গৌতম গম্ভীরের