টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতের বিরুদ্ধে অনিশ্চিত ডেভিড মালান, মার্ক উড

বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচে অনিশ্চিত মার্ক উড ও ডেভিড মালান। ইংল্যান্ড শিবির অবশ্য এখনও তাঁদের ফিট করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সম্ভাবনা খুবই কম।

Web Desk - ANB | Published : Nov 9, 2022 8:05 AM IST / Updated: Nov 09 2022, 02:39 PM IST

টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে চোট সমস্যায় জর্জরিত ইংল্যান্ড শিবির। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য পেসার মার্ক উড এবং অভিজ্ঞ ব্যাটার ডেভিড মালানের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এই দুই ক্রিকেটার খেলতে না পারলে অবশ্যই সমস্যায় পড়বে ইংল্যান্ড শিবির। সেই কারণে উড ও মালানকে ফিট করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। শেষমুহূর্ত পর্যন্ত তাঁদের সময় দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার জানিয়েছেন, 'এই দুই ক্রিকেটারকে খেলানো যাবে কি না, সে বিষয়ে অ্যাডিলেড ওভালে ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এ বিষয়ে মেডিক্যাল স্টাফদের সঙ্গে আলোচনা করছি। আমাদের এই দুই ক্রিকেটারের উপর ভরসা আছে। ওদের ফিটনেস প্রমাণ করার জন্য যতটা সময় দেওয়া সম্ভব ততটাই সময় দেব। তবে আমাদের দলের ১৫ জনই খেলার জন্য তৈরি। ফলে সমস্যার কিছু নেই।'

টি-২০ বিশ্বকাপ সুপার ১২-এর ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে কুঁচকিতে চোট পান মালান। সেই চোটের কারণেই হয়তো তাঁর পক্ষে ভারতের বিরুদ্ধে খেলা সম্ভব হবে না। মঙ্গলবার দলে সবার সঙ্গে অনুশীলন করতে পারেননি উড। তাঁর 'বডি স্টিফনেস' রয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। এই পেসার জগিং করার সময় শরীর খারাপ লাগায় দাঁড়িয়ে পড়েন। এরপর আর তাঁর পক্ষে অনুশীলন করা সম্ভব হয়নি। উড খেলতে না পারলে তাঁর বদলে কাকে দলে নেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। টাইমাল মিলস, ক্রিস জর্ডান, ডেভিড উইলির মধ্যে যে কোনও একজন সুযোগ পেতে পারেন। মালানের বদলে খেলার সুযোগ দেওয়া হতে পারে ফিল সল্টকে। এই উইকেটকিপার-ব্যাটারের প্রশংসা করে বাটলার বলেছেন, 'ওর মানসিকতা টি-২০ ফর্ম্যাটের উপযুক্ত। ও কাউকে ভয় পায় না। ও যদি খেলতে নামে, তাহলে আমি চাইব এভাবেই খেলুক।'

Latest Videos

বাটলার আরও বলেছেন, 'যারা সম্পূর্ণ ফিট, তারাই খেলার সুযোগ পাবে। সব খেলাতেই খেলোয়াড়রা সবসময় ১০০ শতাংশ দিতে পারে না। কিন্তু সবাইকেই দলে নিজেদের ভূমিকা পালন করতে হবে। এই প্রতিযোগিতায় আমাদের দল বাছাই করতে গিয়ে সবসময়ই সমস্যায় পড়েছি। আমাদের দলে এমন কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় আছে যারা খেলার সুযোগই পায়নি। ওরা সুযোগ পেলেই নিজেদের প্রমাণ করতে মরিয়া। এটা আমাদের দলের সবচেয়ে ভাল দিক।'

আরও পড়ুন-

চোট নিয়ে চিন্তা নেই, সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য তৈরি রোহিত

'ব্রিটিশ রাজ' রেস্তোরাঁয় নৈশভোজ সেরে সেমি ফাইনালের প্রস্তুতিতে রোহিতরা

সবাই টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাইছে, বললেন শেন ওয়াটসন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
এবার খেল দেখাবে শুভেন্দু! 'বোন বলেছি, দায়িত্ব আমার' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | RG Kar