চোট নিয়ে চিন্তা নেই, সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য তৈরি রোহিত

Published : Nov 09, 2022, 12:15 PM IST
India vs England match prediction who will win 3rd odi between Rohit Sharma and Jos Buttler team at manchester spb

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় দলের চিন্তা ছিল অধিনায়ক রোহিত শর্মার চোট। তবে তিনি নিজেই জানিয়ে দিলেন, বিশেষ চিন্তার কারণ নেই।

আইপিএল-এ অধিনায়ক হিসেবে অসাধারণ সাফল্য পেয়েছেন রোহিত শর্মা। এবার কি টি-২০ বিশ্বকাপেও ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে পারবেন তিনি? এই আশাতেই বুক বাঁধছেন ভারতীয়রা। কিন্তু সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে রোহিতের চোট চিন্তায় ফেলে দিয়েছিল ভারতীয় শিবিরকে। নেটে ব্যাটিং অনুশীলন করার সময় চোট পেয়ে বেরিয়ে যান অধিনায়ক। যদিও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়নি, তবু হাতের চোট নিয়ে উদ্বেগ তো ছিলই। বুধবার রোহিত জানিয়ে দিলেন, চোট নিয়ে চিন্তার কিছু নেই। হাতের অবস্থা এখন অনেকটা ভাল। সামান্য আঘাত থাকলেও, সেটা সমস্যা হবে না। বড় মঞ্চের খেলোয়াড় রোহিত। বারবার তিনি সেটা প্রমাণ করেছেন। সেই কারণেই সেমি ফাইনালে তাঁর কাছ থেকে বড় রান চাইছে দল। ওপেন করতে নেমে রোহিত যদি দলকে ভরসা দিতে পারেন, তাহলে বাকিদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। ভারতের অধিনায়ক ইনিংসের শুরুটা খারাপ করছেন না, কিন্তু তারপরেই আউট হয়ে যাচ্ছেন। শেষ চারের লড়াইয়ে এই ভুল আর করতে চান না তিনি। বড় ইনিংস খেলাই তাঁর লক্ষ্য।

এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স প্রসঙ্গে রোহিত বলেছেন, 'আমরা দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছি। কিন্তু একটা খারাপ ম্যাচ কোনও দলের মান যাচাই করার পক্ষে যথেষ্ট হতে পারে না। আমরা যেভাবে খেলে চলেছি, সেমি ফাইনালেও সেভাবেই খেলতে চাই। আমরা এখন যে জায়গায়, তার জন্য গর্ব অনুভব করতেই পারি। এই প্রতিযোগিতা থেকে দু'টি ভাল দল ছিটকে গিয়েছে (অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা)। তাই আমাদের জয় পেতে গেলে ভাল খেলতে হবে।'

সেমি ফাইনালে ভারতের ম্যাচ অ্যাডিলেডে। এ প্রসঙ্গে রোহিত বলেছেন, 'গত টি-২০ বিশ্বকাপে দুবাইয়ে মাঠের মাপ একইরকম ছিল। অস্ট্রেলিয়ায় কোনও মাঠে ছোট বাউন্ডারি, আবার কোনও মাঠে বড় বাউন্ডারি। এটা ক্রিকেটারদের কাছে চ্যালেঞ্জের। তবে আমরা এর সঙ্গে ভালভাবেই মানিয়ে নিতে পেরেছি। মেলবোর্নে বড় বাউন্ডারি, অ্যাডিলেডে সম্পূর্ণ আলাদা। আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হচ্ছে।'

চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারছেন না। তবে তাঁর পাশেই দাঁড়িয়েছেন অধিনায়ক। তিনি বলেছেন, 'আমি ওকে নিয়ে চিন্তিত নই। ও পুরো কোটার বোলিং করতে পারেনি। সিমাররাই পুরো কোটার বোলিং করেছে। আমরা পাওয়ার প্লে-র সময় অক্ষরকে বল দিইনি। ও পাওয়ার প্লে-তে ভাল বোলিং করতে পারে। ও এখানে আসার আগে দেশের মাটিতে সিরিজে ভাল বোলিং করেছে। ফলে ও ভাল ফর্মেই আছে।'

সূর্যকুমার যাদবের প্রশংসা করে রোহিত বলেছেন, 'ও সারা বছরই এভাবে খেলে। ও ক্রিজে নেমে নিজের খেলা খেলতে চায়। সেই কারণেই ও গত বিশ্বকাপের দলে ছিল। ও অন্যদের উপর থেকে চাপ কমিয়ে দিচ্ছে। বোলাররা কী করতে চাইছে, সেটা ও ভালভাবে বুঝতে পারে। ও আমাকে বলেছে, ছোট মাঠে খেলতে চায় না। কারণ, বড় মাঠে গ্যাপ খুঁজে পেতে সুবিধা হয়।'

আরও পড়ুন-

'ব্রিটিশ রাজ' রেস্তোরাঁয় নৈশভোজ সেরে সেমি ফাইনালের প্রস্তুতিতে রোহিতরা

ভারতের বিরুদ্ধে সেমি ফাইনালে অনিশ্চিত ডেভিড মালান, অস্বস্তিতে ইংল্যান্ড শিবির

সেমি ফাইনালে সুযোগ পেতে পারেন যুজবেন্দ্র চাহাল, ইঙ্গিত রাহুল দ্রাবিড়ের

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল