পাকিস্তানের বিরুদ্ধে সুপার ১২ গ্রুপ ২-এর ম্যাচে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া অসাধারণ ব্যাটিং করেছিলেন। সেমি ফাইনালেও লড়াই করলেন তাঁরা।
বড় খেলোয়াড় বড় মঞ্চেই জ্বলে ওঠেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে সেটা ফের প্রমাণ করে দিলেন হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে ভারতীয় দলকে ম্যাচ জিততে সাহায্য করেছিল এই জুটি। সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও কঠিন পরিস্থিতিতে চওড়া হয়ে উঠল তাঁদের ব্যাট। অন্য ব্যাটাররা যখন দ্রুত প্যাভিলিয়নে ফিরে গেলেন, তখন লড়াই করল বিরাট-হার্দিক জুটি। বিরাট ৪০ বলে ৫০ রান করে ফিরে গেলেও, শেষ বল পর্যন্ত ক্রিজে থাকেন হার্দিক। তিনি ৩৩ বলে ৬৩ রান করেন। বিরাট ও হার্দিক লড়াই করতে না পারলে ভারতীয় দল ভদ্রস্থ স্কোর করতে পারত না। বিরাট এদিন ধৈর্য ধরে ব্যাটিং করেন। তবে হার্দিক শুরুতে একটু গুটিয়ে থাকলেও, পরে হাত খুলে মারতে শুরু করেন। তিনি একের পর এক বড় শট খেলেন। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। হার্দিকের আক্রমণে দিশেহারা হয়ে যায় ইংল্যান্ড শিবির। ইনিংসের শেষ বলে বাউন্ডারি মারলেও, হিট উইকেট হয়ে যান হার্দিক। না হলে তাঁর ও দলের রান আরও একটু বাড়ত। তবে হার্দিক এদিন যে লড়াই করলেন, তার প্রশংসা করতেই হবে।
এদিন হার্দিক যখন ক্রিজে যান, তখন ভারতীয় দল ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে। বিরাটের সঙ্গে জুটি বেঁধে ৬ রান যোগ করেন হার্দিক। বিরাট ফিরে যাওয়ার পর একাই লড়াই চালাতে থাকেন হার্দিক। এই অলরাউন্ডার যদি ঋষভ পন্থের কাছ থেকে একটু সাহায্য পেতেন, তাহলে হয়তো দলের স্কোর আরও ভাল হতে পারত।
এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩৭ বলে ৪০ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন হার্দিক। সেই ম্যাচেও তাঁর ও বিরাটের জুটি ভারতীয় দলকে ম্যাচ জিততে সাহায্য করেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে অবশ্য ভারতীয় দলের জয় পাওয়া কঠিন। ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স হেলস ও জস বাটলার শুরু থেকেই ভারতের বোলারদের আক্রমণ করছেন। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ের ফলে চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। এই পরিস্থিতিতে হার্দিক যদি বল হাতেও কামাল করতে পারে, একমাত্র তাহলেই ভারতীয় দলের পক্ষে এই ম্যাচ জেতা সম্ভব। না হলে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই হবে না। সেমি ফাইনালেই ভারতের দৌড় শেষ হয়ে যাবে।
আরও পড়ুন-
টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই দেখার আশায় মিতালি রাজ
মেলবোর্নে আমরা অপেক্ষা করব, ফাইনাল নিয়ে ভারতকে হুঁশিয়ারি শোয়েব আখতারের
বাবর, রিজওয়ানের চওড়া ব্যাটে সহজ জয়, ১৩ বছর পর টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান