বাবর, রিজওয়ানের চওড়া ব্যাটে সহজ জয়, ১৩ বছর পর টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান

প্রথম সেমি ফাইনাল জিতে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জয় পেলেই ফাইনালে জমজমাট লড়াই।

/ Updated: Nov 13 2022, 09:24 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ঠিক সময়ে ফর্মে ফিরলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করলেন তিনি। পাকিস্তানের অপর ওপেনার মহম্মদ রিজওয়ানও দুর্দান্ত ইনিংস খেললেন। এই দুই ব্যাটারের দাপটে সহজেই নিউজিল্যান্ডকে সহজেই ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। নিউজিল্যান্ডের কোনও বোলারই পাকিস্তানের ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেননি। সিডনির পিচে পেসারদের জন্য বিশেষ কিছু ছিল না। 
রিজওয়ান আউট হয়ে যাওয়ার পর মহম্মদ হ্যারিসও ৩০ রান করে মিচেল স্যান্টনারের বলে ফিন অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তবে তাতে পাকিস্তানের জয় পেতে কোনও সমস্যা হয়নি।