মঙ্গলবার অনুশীলনের সময় চোট পেয়েছিলেন রোহিত শর্মা, বুধবার চোট পেলেন বিরাট কোহলি। তবে এই দুই ক্রিকেটারই সেমি ফাইনালে খেলতে পারবেন।
বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতের বিরুদ্ধে অনিশ্চিত ইংল্যান্ডের দুই অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড মালান ও মার্ক উড। এরই মধ্যে ভারতীয় দলের দুই প্রধান ভরসা রোহিত শর্মা ও বিরাট কোহলিও চোট পেয়ে বসলেন। মঙ্গলবার ব্যাটিং অনুশীলনের সময় চোট পান রোহিত। বুধবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার হর্ষল প্যাটেলের বলে চোট পান বিরাট। বলটি তাঁর কুঁচকিতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন বিরাট। কিছুক্ষণ পরেই অবশ্য তিনি উঠে দাঁড়ান। ফের ব্যাটিং শুরু করে দেন এই অভিজ্ঞ ব্যাটার। ফলে তাঁর খেলা নিয়ে সংশয় নেই। এদিন রোহিতও জানিয়েছেন, তাঁর হাতে সামান্য আঘাত থাকলেও, সেমি ফাইনালে মাঠে নামতে কোনও সমস্যা নেই। সেমি ফাইনালে রোহিত ও বিরাট, দু'জনই ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা খেলতে না পারলে সমস্যায় পড়তে হত ভারতীয় দলকে। তবে সেই আশঙ্কা নেই।
মঙ্গলবার থ্রো ডাউনে ব্যাটিং অনুশীলন করার সময় চোট পান রোহিত। তিনি নেটেই ব্যাটিং অনুশীলন করছিলেন। একটি থ্রো তাঁর হাতে এসে লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকেন ভারতের অধিনায়ক। তাঁর দিকে ছুটে যান ভারতীয় দলের ফিজিও। নেট ছেড়ে চলে যান রোহিত। একটু পরেই অবশ্য ফের নেটে গিয়ে ব্যাটিং শুরু করেন তিনি। ফলে স্বস্তি পায় ভারতীয় শিবির। চোট পেলেও, রোহিতের ব্যাটিং দেখে সেটা একবারও মনে হয়নি। কয়েকটি বড় শট খেলতে দেখা যায় তাঁকে। বুধবার একইভাবে চোট পাওয়ার পর ভালভাবেই ব্যাটিং করলেন বিরাট। ফলে এই দুই অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে ভারতীয় দলের উদ্বেগের কিছু নেই।
২০১১ সালের ওডিআই বিশ্বকাপের পর আর কোনও বিশ্বকাপ জিততে পারেনি ভারতীয় দল। ২০০৭ সালে প্রথম ও শেষবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে হেরে যায় ভারত। ২০১৬ সালে দেশের মাটিতে সেমি ফাইনালেই ভারতের দৌড় শেষ হয়ে যায়। এবার চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু ভাবছেন না রোহিত-বিরাটরা।
এবারের টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই রোহিত খুব একটা ভাল ফর্মে না থাকলেও, প্রায় প্রতিটি ম্যাচেই দলকে টানছেন বিরাট। তিনিই দলের প্রধান ভরসা। সেই কারণেই সম্পূর্ণ চোটমুক্ত অবস্থায় তাঁকে সেমি ফাইনালে চাইছে ভারতীয় শিবির। তাঁর ভাল খেলা দলের জন্য জরুরি। রোহিতকেও ভাল ব্যাটিং করতে হবে। তাহলেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় নিশ্চিত হতে পারে।
আরও পড়ুন-
টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতের বিরুদ্ধে অনিশ্চিত ডেভিড মালান, মার্ক উড
চোট নিয়ে চিন্তা নেই, সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য তৈরি রোহিত
'ব্রিটিশ রাজ' রেস্তোরাঁয় নৈশভোজ সেরে সেমি ফাইনালের প্রস্তুতিতে রোহিতরা