একজন বোলার ৪৩ রান দেওয়ায় সমস্যা হয়েছে, নাম না করে অশ্বিনের সমালোচনায় গাভাসকর

Published : Oct 31, 2022, 12:37 PM ISTUpdated : Oct 31, 2022, 01:27 PM IST
Ravichandran Ashwin

সংক্ষিপ্ত

টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতীয় দল হেরে যাওয়ায় অখুশি কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি বোলিং ও ফিল্ডিং ব্যর্থতার সমালোচনা করেছেন।

রবিবার টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচেও প্রচুর রান দেওয়ায় অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের উপর ক্ষুব্ধ সুনীল গাভাসকার নাম না করে অশ্বিনের সমালোচনা করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। তিনি ভারতীয় দলের ফিল্ডিংয়ের গলদের কথাও উল্লেখ করেছেন। দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক এইডেন মার্করামের ক্যাট ফস্কান বিরাট কোহলি। এর কিছুক্ষণ পরেই রান আউটের সহজ সুযোগ নষ্ট করেন রোহিত শর্মা। সে কথা উল্লেখ করে গাভাসকর বলেছেন, “একজন বোলার ৪৩ রান দেওয়ার ফলেই সবচেয়ে বেশি সমস্যা হয়েছে। ক্রিকেটে ক্যাচ মিস, রান আউটের সুযোগ নষ্ট হতেই পারে। তার জন্য কোনও একজন ক্রিকেটারকে দোষ দেওয়া যায় না। যেদিন ভাগ্য সহায় থাকে না, সেদিন বড় খেলোয়াড়রাও ক্যাচ মিস করেন, রান আউটের সুযোগ নষ্ট করেন। আমার মনে হয়, ভারতের মূল সমস্যা হচ্ছে একজন বোলারের ৪৩ রান দেওয়া।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় বোলিংয়ের শুরুটা দুর্দান্ত করেন আর্শদীপ সিং। তিনি নিজের প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন। কয়েক ওভার পরেই আরও একটি উইকেট নেন মহম্মদ শামি। সেই সময় ম্যাচ জমে উঠেছিল। কিন্তু এরপরেই মার্কমার-ডেভিড মিলার জুটি ম্যাচ বের করে নিয়ে যায়। অশ্বিনের বলে মার্করামের ক্যাচ ফস্কান বিরাট। ১৮-তম ওভারে জোড়া ছক্কা মারেন মিলার। ৪ ওভার বল করে ১ উইকেট নিয়ে ৪৩ রান দেন অশ্বিন। সে কথা উল্লেখ করে যুজবেন্দ্র চাহালকে খেলানোর পরামর্শ দিয়েছেন গাভাসকর। তিনি বলেছেন, “আমি বিশ্বাস করি, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে যুজবেন্দ্র চাহালকে খেলানো উচিত ছিল। তাহলে পরের ম্যাচের আগে ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারত।”

টি-২০ বিশ্বকাপের ৩ ম্যাচেই ব্যর্থ হয়েছেন ওপেনার কে এল রাহুল। তিনি এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় মাত্র ২২ রান করেছেন। গাভাসকারের মতে, রাহুলের শুধু টেকনিকের সমস্যাই হচ্ছে না, এই ব্যাটারের মানসিক সমস্যাও হচ্ছে। এর জন্য ভারতীয় দলের মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটনের সমালোচনা করেছেন গাভাসকর। তিনি বলেছেন, “আমার মনে হয়, মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন রাহুলকে কোনওভাবেই সাহায্য করেনি। ব্যাটিং কোচ ওর ভুল ধরিয়ে দিতে পারে, তারপর মেন্টাল কন্ডিশনিং কোচেরও তো রাহুলের সঙ্গে কথা বলা উচিত। ওর তো রাহুলকে বলা উচিত, তোমার প্রতিভা আছে। তুমি বড় রান করতে পারো।”

আরও পড়ুন-

পাকিস্তানের আশা শেষ করে দিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারে ক্ষুব্ধ শোয়েব আখতার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর কীভাবে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে যেতে পারে ভারত?

ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও ব্যর্থতা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটে হার ভারতের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে