বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। সেই ম্যাচেও ভারতের অন্যতম ভরসা মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব।
টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ২-এর শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের নায়ক সূর্যকুমার যাদব। প্রথমে বিরাট কোহলির সঙ্গে কে এল রাহুলের জুটি, তারপর ভারতের ইনিংসের শেষদিকে সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়ার জুটি ভারতীয় দলকে বড় স্কোর করতে সাহায্য করে। এরপর বোলাররা বাকি কাজটা শেষ করে দেন। দলকে জেতানোর পর ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার জানিয়েছেন, 'আমি আর হার্দিক যখন একসঙ্গে ব্যাটিং করছিলাম, তখন আমরা খেলা নিয়েই আলোচনা করছিলাম। একজন নতুন ব্যাটার যখন ক্রিজে আসছে, তখন যদি সে অপর প্রান্তে থাকা ব্যাটারকে ইতিবাচক মানসিকতা দিয়ে উজ্জীবিত করে তোলে, তখন দারুণ অনুভূতি হয়। আমাদের সঙ্গেও সেটাই হয়েছে। আমরা সেই সময় আলোচনা করছিলাম, যদি নক-আউট ম্যাচে এরকম পরিস্থিতি তৈরি হয়? ১৪-১৫ ওভার খেলা হয়ে যাওয়ার পর যদি ৪-৫ উইকেট পড়ে যায় আর আমাদের শেষ ৫ ওভারে ৬০-৬৫ রান করতে হয়, তাহলে কী করব? সেই সময়ই আমরা ইতিবাচক খেলা শুরু করি। আমরা ঠিক করি, ৬০-৬৫ রান করতে না পারি, তাহলে সমস্যা নেই। কিন্তু আমরা যদি সেটা করতে পারি, তাহলে বড় মঞ্চেও চেষ্টা করতে পারি।'
রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-জিম্বাবোয়ে ম্যাচ শেষ হওয়ার পর সূর্যকুমার আরও বলেন, 'আমি আর হার্দিক যখন একসঙ্গে ব্যাটিং করছিলাম, তখন আমাদের পরিকল্পনা খুব পরিষ্কার ছিল। ও বলে,আমাদের ইতিবাচক খেলা শুরু করা উচিত। এরপরেই আমরা শট খেলতে শুরু করি। ইতিবাচক খেলা আর বন্ধ করিনি। আমাদের দলের পরিবেশ অসাধারণ। আমরা নক-আউট পর্যায়ে পৌঁছে গিয়েছি। এবার নক-আউট পর্যায়ের ম্যাচ নিয়েই ভাবছি। আমার পরিকল্পনা সবসময়ই স্পষ্ট। আমি ম্যাচে যেভাবে ব্যাটিং করি, নেটেও সেভাবেই অনুশীলন করি। নেটেও আমি এরকম সব শট খেলার চেষ্টা করি। আমি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করি। দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করি। টি-২০ ফর্ম্যাটে এক নম্বর ব্যাটার হতে পেরে খুব ভাল লাগছে। তবে আমি মনে করি, যখনই ক্রিজে যাই, তখনই শূন্য থেকে শুরু করতে হয়। এত দর্শক আমাদের খেলা দেখতে আসছেন বলে ভাল লাগছে। দেখা যাক পরের ম্যাচে কী হয়।'
বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে ভারত-ইংল্যান্ড লড়াই। সেই ম্যাচ জিততে পারলে আগামী রবিবার ফাইনাল খেলবে ভারতীয় দল। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারত। ২০০২৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। ১৫ বছর পর ফের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ভারতের সামনে।
আরও পড়ুন-
প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ১ বছরে টি-২০ ম্যাচে ১,০০০ রান, নতুন নজির সূর্যকুমারের
জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয়, গ্রুপের সেরা হয়েই সেমি ফাইনালে ভারতীয় দল
বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে পাকিস্তান