কোনও দলই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইবে না, দাবি মেন্টর ম্যাথু হেডেনের

ভারত ও জিম্বাবোয়ের কাছে হেরে এবারের টি-২০ বিশ্বকাপে খাদের কিনারায় চলে গিয়েছিল পাকিস্তান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সেমি ফাইনালে পৌঁছে গেলেন বাবর আজমরা।

এবারের টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে পাকিস্তান দলকে অনেকেই ফেভারিট হিসেবে ধরেছিলেন। কিন্তু প্রথমে ভারত, তারপর জিম্বাবোয়ের কাছে হেরে এই প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার মুখে পৌঁছে গিয়েছিল বাবর আজমের দল। এরপর নেদারল্যান্ডসকে হারিয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। সুপার ১২-এ নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমি ফাইনালে যাওয়ার সম্ভাবনা জাগিয়ে তোলে পাকিস্তান। গ্রুপ ২-তে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমি ফাইনালের যোগ্যতা অর্জন করে পাকিস্তান। ভারত এই গ্রুপের শীর্ষে আছে। দ্বিতীয় দল হিসেবে সেমি ফাইনালে পাকিস্তান। বুধবার প্রথম সেমি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর বৃহস্পতিবার দ্বিতীয় সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। যদি সেমি ফাইনালে ভারত ও পাকিস্তান জয় পায়, তাহলে রবিবার ফাইনালে ফের ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে। এখন সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে সব দল। ক্রিকেটপ্রেমীরাও টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনাল ও ফাইনালের জন্য তৈরি হচ্ছেন।

পাকিস্তান দলের মেন্টর হিসেবে আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁ হাতি ওপেনার ম্যাথু হেডেন। রবিবার বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনাল খেলা নিশ্চিত করার পর অ্যাডিলেড ওভালের ড্রেসিংরুমে বাবর, মহম্মদ রিজওয়ানদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন হেডেন। তিনি বলেন, 'ছেলেরা, আমরা বিপজ্জনক। সেটা বোঝার চেষ্টা করো এবং সমাদর করো। পাকিস্তান ক্রিকেট দল যখনই সদিচ্ছা নিয়ে খেলা শুরু করে এবং নিজেদের আসল চেহারা দেখাতে শুরু করে, তখনই আমরা সত্যিকারের বিপজ্জনক দল হয়ে উঠেছি। এই বিশ্বে বা এই প্রতিযোগিতায় এমন কোনও দল নেই যারা এখন আমাদের বিরুদ্ধে খেলতে চাইবে। কোনও দলই আমাদের বিরুদ্ধে খেলতে চাইবে না।'

Latest Videos

হেডেন আরও বলেছেন, 'অন্য দলগুলি ভেবেছিল, তারা হয়তো আমাদের হাত থেকে রেহাই পেয়ে গিয়েছে। কিন্তু ওরা এখন আর আমাদের হাত থেকে রেহাই পাবে না। গত বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপে আমাদের দল যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, সেটা আমার ভাল লেগেছে। কারণ, গত বিশ্বকাপে আমাদের উপর প্রত্যাশা ছিল প্রচণ্ড। সেখানে এবার আমাদের যাত্রা মসৃণ হয়নি। ডাচরা যদি প্রোটিয়াদের হারিয়ে না দিত, তাহলে আমরা এই জায়গায় থাকতাম না। কিন্তু আমরা এখন এই জায়গায় পৌঁছে যাওয়ায় সব দলই অবাক হয়ে গিয়েছে। এই বিস্ময়ই এখন আমাদের পক্ষে যেতে পারে। গত ৩ সপ্তাহে কী হয়েছে, তাতে কী এসে যায়? আমরা এখন এই জায়গায়। সবাই খুব ভাল খেলেছো।'

আরও পড়ুন-

টি-২০ বিশ্বকাপ সুপার ১২-এ সবচেয়ে ভাল পারফরম্যান্স কোন বোলার, ব্যাটারদের?

কবে, কখন টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনাল, ফাইনাল? কীভাবে দেখা যাবে খেলা?

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচেই সেমি ফাইনালের প্রস্তুতি সেরে নিলেন সূর্যকুমার-হার্দিক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফর্মুলা রেডি, PM Modi এমন টাইট দেবে Bangladesh ছেড়ে পালাবে ইউনূস : শুভেন্দু | Suvendu Adhikari
ধান আনতে গিয়ে চরম বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর, দেখুন | Hooghly News Today
লুকিয়ে আছে জঙ্গলে, যে কোন মুহূর্তে লোকালয়ে ঢুকতে পারে বাঘ! Tiger spotted in Kultali | Bangla News
লুকিয়ে আছে বাঘ, আতঙ্কে গোটা গ্রাম | Kultali #shorts #shortsvideo #viralshorts #sundarban #tiger
বাপরে! বাইকের সামনে দাঁড়িয়ে সাক্ষাৎ সুন্দরবনের যম! তারপর... | Kultali News | Tiger Attack News