টি-২০ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড লড়াইয়ের পরিসংখ্যানে কোন দল এগিয়ে?

Published : Nov 09, 2022, 07:16 PM ISTUpdated : Nov 09, 2022, 10:56 PM IST
India vs England 2022 England set 260 runs target for Team India in 3rd odi at manchester spb

সংক্ষিপ্ত

এবারের টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড লড়াই। যে দল এই ম্যাচ জিতবে তারা ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে।

টেস্ট ম্যাচ, ওডিআই হোক বা টি-২০, ভারত-ইংল্যান্ড মুখোমুখি হলে বরাবরই হাড্ডাহাড্ডি লড়াই হয়। টি-২০ বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। তার মধ্যে দু'টি ম্যাচে জয় পেয়েছে ভারত। তিনটি ম্যাচেই দুর্দান্ত লড়াই হয়। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬টি ছক্কা মারেন যুবরাজ সিং। সেই ম্যাচ ১৮ রানে জেতে ভারত। এরপর ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপে দ্বিতীয়বার ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। সেই ম্যাচে অবশ্য ৩ রানে জয় পায় ইংল্যান্ড। ২০১২ সালের টি-২০ বিশ্বকাপে তৃতীয়বার ভারত-ইংল্যান্ড লড়াই হয়। সেই ম্যাচে ৯০ রানে জয় পায় ভারত। ফলে টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ২-১ ফলে এগিয়ে ভারত। বৃহস্পতিবার এই প্রতিযোগিতার ইতিহাসে দু'দলের চতুর্থ লড়াই। যে দল জিতবে তারা ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে।

এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান ভরসা বিরাট কোহলি। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৫ ম্যাচে ২৪৬ রান করেছেন বিরাট। তাঁর অর্ধশতরান ৩টি। তাঁর ব্যাটিং গড় ১২৩ এবং স্ট্রাইক রেট ১৩৮.৯৮। সূর্যকুমার যাদবও এবারের টি-২০ বিশ্বকাপে অসাধারণ ব্যাটিং করছেন। ৫ ম্যাচে তাঁর রান ২২৫। সূর্যকুমারের সর্বোচ্চ স্কোর ৬৮। তাঁর ব্যাটিং গড় ৭৫ এবং স্ট্রাইক রেট ১৯৩.৯৬। স্ট্রাইক রেটে সবার চেয়ে এগিয়ে সূর্যকুমার। কে এল রাহুলও ফর্মে ফিরেছেন। তিনি বাংলাদেশ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। ৮টি ছক্কা মেরে এবারের টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রাহুল।

এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের বোলারদের মধ্যে উইকেট নেওয়ার নিরিখে সবার আগে আর্শদীপ সিং। এখনও পর্যন্ত ১০ উইকেট নিয়েছেন আর্শদীপ। পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেট নেন এই বাঁ হাতি পেসার। ভুবনেশ্বর কুমার এখনও পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে ভাল পারফরম্যান্স স্যাম কারানের। তিনি ১০ উইকেট নিয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ১০ রান দিয়ে ৫ উইকেট নেন কারান।

ভারত-ইংল্যান্ড সেমি ফাইনাল অ্যাডিলেড ওভালে। এই মাঠে এখনও পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হয়েছে। প্রথমে যে দল ব্যাটিং করেছে, তারা ৭ ম্যাচে জয় পেয়েছে। পরে ব্যাটিং করা দল ৬ ম্যাচে জয় পেয়েছে। ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বোচ্চ স্কোর ২ উইকেটে ২৩২। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই রান করে অস্ট্রেলিয়া। সর্বনিম্ন স্কোর ১১৭। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই স্কোর করে জিম্বাবোয়ে।

আরও পড়ুন-

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান

টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতের বিরুদ্ধে অনিশ্চিত ডেভিড মালান, মার্ক উড

চোট নিয়ে চিন্তা নেই, সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য তৈরি রোহিত

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?