বিরাট কোহলির মুকুটে নতুন পালক। টি-২০ বিশ্বকাপ চলাকালীন আইসিসি-র কাছ থেকে বিশেষ পুরস্কার পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
চলতি টি-২০ বিশ্বকাপে অসাধারণ ফর্মে বিরাট কোহলি। সুপার ১২ পর্যায়ে সবচেয়ে বেশি রান করেছেন বিরাটই। তিনি এখনও পর্যন্ত ৩ ম্যাচে অর্ধশতরান করেছেন। এই অসাধারণ ফর্মের জন্য বিরাট অক্টোবর মাসে আইসিসি-র সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এত বছরের কেরিয়ারে এই প্রথম 'আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড' পেলেন বিরাট। তাঁর সঙ্গে এই পুরস্কার পাওয়ার লড়াইয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার ও জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকন্দর রাজা। কিন্তু তাঁদের টপকে বিরাটই এই পুরস্কার পেলেন। টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালের আগে এই পুরস্কার বিরাটকে আরও উজ্জীবিত করতে পারে। এমনিতেই তিনি চমকপ্রদ ফর্মে আছেন। ভারতীয় দলকে ভরসা দিচ্ছেন এই ব্যাটার। শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধেও বিরাটই ভারতীয় দলের ভরসা। সূর্যকুমার যাদব, কে এল রাহুলও এখন ভাল ফর্মে। কিন্তু অভিজ্ঞতা ও দক্ষতায় বিরাট বাকিদের চেয়ে এগিয়ে। সেই কারণেই ভারতীয় দলের মূল স্তম্ভ বিরাট। তিনি ফের ক্রিকেটদুনিয়ার নায়ক হয়ে উঠেছেন।
অক্টোবরে টি-২০ বিশ্বকাপে ৩ ম্যাচ খেলেছেন বিরাট। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানে অপরাজিত থাকেন বিরাট। এরপর ২৭ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। ৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে অবশ্য বড় রান পাননি বিরাট। সেই ম্যাচে তিনি ১২ রান করেন। নভেম্বরেও অসাধারণ ফর্মে আছেন বিরাট। ভারতীয় শিবিরের আশা, টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাবেন বিরাট। তিনি ভারতীয় দলকে ফাইনালে নিয়ে যাবেন এবং ১৫ বছর পর ফের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে পারবেন, এই আশাতেই আছেন ভারতের সমর্থকরা।
আইসিসি-র বিশেষ সম্মান পাওয়ার পর বিরাট বলেছেন, 'আইসিসি-র অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হতে পেরে আমি বিশেষ সম্মানিত বোধ করছি। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা আমাকে এই পুরস্কারের জন্য বেছে নিয়েছেন। আইসিসি-র প্যানেলের সদস্যরাও আমাকে এই পুরস্কারের জন্য বেছে নিয়েছেন। এই কারণেই এই সম্মান আমার জন্য আরও স্পেশাল।'
বিরাট আরও বলেছেন, 'এই পুরস্কারের জন্য আমার পাশাপাশি আরও যারা মনোনীত হয়েছিল, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। তারাও অক্টোবর মাসে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আমার সতীর্থরাও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। আমার সেরা পারফরম্যান্স দেখানোর জন্য সতীর্থরা আমাকে সাহায্য করেছে। না হলে আমার পক্ষে এই পারফরম্যান্স দেখানো সম্ভব হত না।'
আরও পড়ুন-
টি-২০ বিশ্বকাপ সুপার ১২-এ সবচেয়ে ভাল পারফরম্যান্স কোন বোলার, ব্যাটারদের?
কবে, কখন টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনাল, ফাইনাল? কীভাবে দেখা যাবে খেলা?
প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ১ বছরে টি-২০ ম্যাচে ১,০০০ রান, নতুন নজির সূর্যকুমারের