T-20 World Cup: দুটি ম্যাচের মাঝে মাত্র একদিন ছুটি? সুপার এইটের ক্রীড়াসূচি নিয়ে ক্ষুব্ধ রোহিত

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের (T-20 Cricket World Cup) সুপার এইটে নামতে চলেছে ভারত। কিন্তু শেষ আটের ক্রীড়াসূচি নিয়ে বেজায় চটেছেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের (T-20 Cricket World Cup) সুপার এইটে নামতে চলেছে ভারত। কিন্তু শেষ আটের ক্রীড়াসূচি নিয়ে বেজায় চটেছেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

গ্রুপ পর্যায়ের খেলাগুলির মাঝে তবু দু-দিনের ফারাক ছিল। কিন্তু সুপার এইট (Super Eight) রাউন্ড রীতিমতো চ‌্যালেঞ্জিং হতে চলেছে ভারতীয় দলের জন্য। দুটি ম্যাচের মাঝে খুব কম সময় পাওয়া যাচ্ছে। তার মধ্যে আবার থাকছে যাতায়াত। যা নিয়ে একদমই খুশি নন ভারতীয় অধিনায়ক (Indian Captain)।

Latest Videos

বিসিসিআই (BCCI)-এর তরফ থেকে থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে রোহিতের কথা শুনেই বোঝা যাচ্ছে, এই পর্বের সূচি নিয়ে তিনি বেশ অখুশি। তবে একইসঙ্গে তিনি এও বলেছেন, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাদের কোনও সমস্যা হবে না। দল অভ্যস্ত এই বিষয়গুলির সঙ্গে।

আগামী ২০ জুন বৃহস্পতিবার, সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afghanistan T20 2024) প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। পরের খেলাটি রয়েছে আগামী ২২ জুন, বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে। তারপরের ম্যাচ আগামী ২৪ জুন, অস্ট্রেলিয়ার (India vs Australia) বিপক্ষে।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার কথায়, “যে সূচি তৈরি করা হয়েছে, তা যথেষ্ট ধকলের। বিশ্রামের তেমন কোনও সুযোগ পাওয়া যাবে বলে মনে হয় না। পরপর ম্যাচে খেলতে হবে আমাদের। সে ঠিক আছে। আমরা এইসব বিষয়ে অভ্যস্ত। আমরা এমনিতেই প্রচুর ট্রাভেল করি। আর প্রচুর ক্রিকেটও খেলি। তাই আশা করছি কোনও সমস্যা হবে না।”

রোহিত আরও যোগ করেন, “মাঠে নেমে ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য পুরো টিম একেবারে মুখিয়ে রয়েছে। আমি ওদের মধ্যে সেই তাগিদটা সবসময় দেখতে পাই। তবে প্রথম ম্যাচ খেলার তিন থেকে চারদিনের মধ্যেই আবার দুটি ম্যাচ খেলতে হবে। সেটাই আমাদের সবার জন্য একটু ধকলের। তবে কোনও অজুহাত না দিয়ে নিজেদের স্কিলের ওপরই জোর দিতে চাই আমরা। আপাতত এটাই ফোকাস । আমাদের ভালো খেলতে হবে।”

সবমিলিয়ে, সুপার এইটে নামার আগে সূচি নিয়ে কিছুটা ক্ষুব্ধ ভারতীয় অধিনায়ক। তবে তিনি খুব একটা গুরুত্ব দিতে চান না এই বিষয়টিকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today