World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

Published : Mar 03, 2024, 03:55 PM ISTUpdated : Mar 03, 2024, 04:45 PM IST
ind vs aus wtc final

সংক্ষিপ্ত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ২ বারই ফাইনালে খেলেছে ভারতীয় দল। এবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো জায়গায় ভারতীয় দল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল ভারতীয় দল। রবিবার ওয়েলিংটন টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে নিউজিল্যান্ড হেরে যাওয়ার পরেই শীর্ষে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫টি ম্যাচে জয় পেয়েছেন রোহিত শর্মারা। হার ২ ম্যাচে এবং ১ ম্যাচ ড্র হয়েছে। ভারতীয় দলের পয়েন্ট ৬২। রোহিতদের পয়েন্ট পার্সেন্টেজ ৬৪.৫৮। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড ৫ ম্যাচ খেলে ৩টি ম্যাচে জয় পেয়েছে এবং ২টি ম্যাচে হেরে গিয়েছে। কিউয়িদের পয়েন্ট ৩৬ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৬০।

সবচেয়ে বেশি ম্যাচ অস্ট্রেলিয়ার

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ১১ ম্যাচ খেলে ৭টি ম্যাচ জয় পেয়েছেন প্যাট কামিন্সরা। তাঁরা ৩টি ম্যাচে হেরে গিয়েছেন। ১ ম্যাচ ড্র করেছে অস্ট্রেলিয়া। ৭৮ পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া। কামিন্সদের পয়েন্ট পার্সেন্টেজ ৫৯.০৯। দ্বিতীয় সর্বাধিক ৯ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। বেন স্টোকসদের বাজবল খুব একটা কার্যকর হচ্ছে না। ৩ ম্যাচে জয় পেয়েছে এবং ৫ ম্যাচে হেরে গিয়েছে ইংল্যান্ড। ১ ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড। ২১ পয়েন্ট পেয়েছেন স্টোকসরা। তাঁদের পয়েন্ট পার্সেন্টেজ ১৯.৪৪।

শীর্ষে থেকে ধরমশালায় খেলতে নামছে ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। সিরিজে ৩-১ এগিয়ে গিয়েছেন যশস্বী জয়সোয়াল, রবিচন্দ্রন অশ্বিনরা। ধরমশালা টেস্ট ম্যাচেও জয়ের লক্ষ্যেই খেলতে নামছেন রোহিতরা। এই ম্যাচ জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান দৃঢ় করতে পারবে ভারতীয় দল। ফলে সিরিজের নিরিখে গুরুত্বহীন হলেও, ধরমশালা টেস্ট ম্যাচের গুরুত্ব বেড়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Ishan Kishan: জাতীয় দলে ফেরাতে চেয়েছিল বিসিসিআই, প্রস্তাব প্রত্যাখ্যান ঈশান কিষানের!

Dhruv Jurel: এখনই ধোনির সঙ্গে ধ্রুব জুরেলের তুলনা চলে না, মত সৌরভের

Kapil Dev: 'ঘরোয়া ক্রিকেটের গরিমা রক্ষার্থে ঠিক সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই,' দাবি কপিলের

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?