হেডিংলি টেস্ট ম্যাচের প্রথম দিন মিচেল মার্শের শতরান, চলছে হাড্ডাহাড্ডি লড়াই

Published : Jul 07, 2023, 01:50 AM ISTUpdated : Jul 07, 2023, 02:00 AM IST
Ashes 2023

সংক্ষিপ্ত

এবারের অ্যাশেজের প্রথম ২ ম্যাচেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। হেডিংলিতে তৃতীয় ম্যাচে জয় পেলেই এবারের অ্যাশেজ দখল করবে প্যাট কামিন্সের দল। হেডিংলিতে চলছে লড়াই।

হেডিংলিতে চলতি অ্যাশেজের তৃতীয় ম্যাচের প্রথম দিনের শেষে কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। প্রথম দিনই ৬০.৪ ওভারে ২৬৩ রানে অলআউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। দিনের শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৬৮ রান করেছে ইংল্যান্ড। এখনও অস্ট্রেলিয়ার চেয়ে ১৯৫ রানে পিছিয়ে ইংল্যান্ড। দ্বিতীয় দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইংল্যান্ড যদি প্রথম ইনিংসে লিড নিতে পারে, তাহলে সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে বেন স্টোকসের দল। এবারের অ্যাশেজের প্রথম ২ ম্যাচেও লড়াই করেছে ইংল্যান্ড। কিন্তু শেষপর্যন্ত ২ ম্যাচেই হেরে যান স্টোকসরা। ফলে তৃতীয় ম্যাচে আত্মবিশ্বাসী হয়েই খেলতে নেমেছেন স্টিভ স্মিথ, প্যাট কামিন্সরা। 

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস। ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করে ইংল্যান্ড। পঞ্চম বলেই আউট হয়ে যান অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার (৪)। অপর ওপেনার উসমান খাজা ১৩ রান করে আউট হয়ে যান। মার্নাস লাবুশেন করেন ২১ রান। শততম টেস্ট ম্যাচ খেলতে নামা স্মিথ করেন ২২ রান। ট্রেভিস হেড করেন ৩৯ রান। সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান ৬ নম্বরে ব্যাটিং করতে নামা মিচেল মার্শ। তিনি করেন ১১৮ রান। তাঁর ১১৮ বলের ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। অ্যালেক্স কেরি করেন ৮ রান। মিচেল স্টার্ক করেন ২ রান। ০ রানেই আউট হয়ে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। এদিনই অ্যাশেজে প্রথম ম্যাচ খেলতে নামা টড মারফি করেন ১৩ রান। ০ রানে অপরাজিত থাকেন স্কট বোল্যান্ড। ইংল্যান্ডের হয়ে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নেন মার্ক উড। ৭৩ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রিস ওকস। ৫৮ রান দিয়ে ২ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। 

অস্ট্রেলিয়াকে প্রথম দিনই অলআউট করে দেওয়ার পর ব্যাটিং করতে নেমে চতুর্থ ওভারেই ওপেনার বেন ডাকেটের (২) উইকেট হারায় ইংল্যান্ড। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা হ্যারি ব্রুক করেন ৩ রান। ওপেনার জাক ক্রলি করেন ৩৩ রান। দিনের শেষে ১৯ রানে অপরাজিত জো রুট। ১ রানে অপরাজিত জনি বেয়াস্টো। অস্ট্রেলিয়ার হয়ে ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন অধিনায়ক কামিন্স। ৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মার্শ। স্পিনার মারফিকে প্রথম দিন বোলিং করার সুযোগ দেওয়া হয়নি।

আরও পড়ুন-

ওডিআই বিশ্বকাপের ১০ দল চূড়ান্ত, ভারতীয় দলের সম্পূর্ণ সূচি জেনে নিন

স্কটল্যান্ডকে হারিয়ে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন নেদারল্যান্ডসের

বার্বাডোসে স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মারা

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?