স্কটল্যান্ডকে হারিয়ে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন নেদারল্যান্ডসের

Published : Jul 06, 2023, 08:19 PM ISTUpdated : Jul 06, 2023, 08:51 PM IST
Netherlands

সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব এবারের মতো জমজমাট বোধহয় এর আগে কখনও হয়নি। অসাধারণ লড়াই হল, খাতায়-কলমে ফেভারিট দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারল না।

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জিম্বাবোয়েকে ছিটকে দিয়েছিল স্কটল্যান্ড। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেলেই শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করত স্কটিশরা। কিন্তু ডাচদের কাছে ৪ উইকেটে হেরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারল না স্কটল্যান্ড। ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সুপার সিক্সে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল নেদারল্যান্ডস। স্কটল্যান্ডও ৫ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় ছিটকে গেল স্কটল্যান্ড। জিম্বাবোয়েও ৫ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছে। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারল না জিম্বাবোয়ে।

বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৭৭ রান করে স্কটিশরা। শতরান করেন ব্র্যান্ডন ম্যাকমুলেন। তিনি ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১০৬ রান করেন। ব্র্যান্ডনের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। এই ম্যাচের চতুর্থ বলেই ওপেনার ম্যাথু ক্রসের (০) উইকেট হারায় স্কটিশরা। দলের ৪৬ রানের মাথায় অপর ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডের (৩২) উইকেট হারায় স্কটল্যান্ড। এরপর দলের ৬৪ রানের মাথায় জর্জ মানসের (৯) উইকেট হারায় স্কটিশরা। এই অবস্থায় অধিনায়ক রিচি বেরিংটনকে (৬৪) নিয়ে দলের রান ২০১-এ পৌঁছে দেন ব্র্যান্ডন। ১ রান করেন মাইকেল লিসক। ৩৮ রান করে অপরাজিত থাকেন টমাস ম্যাকিনটস। ১৮ রান করেন ক্রিস গ্রিভস। ০ রানে আউট হয়ে যান মার্ক ওয়াট। ২ রান করেন শফিয়ান শরিফ। নেদারল্যান্ডসের হয়ে ৫২ রান দিয়ে ৫ উইকেট নেন ব্যাস ডে লিডে। ৫৯ রান দিয়ে ২ উইকেট নেন রায়ান ক্লেইন। ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন লগান ভ্যান বিক।

রান তাড়া করতে নেমে ৪২.৫ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেদারল্যান্ডস। ৫ উইকেট নেওয়ার পর ১২৩ রান করেন ব্যাস ডে লিডে। ৪০ রান করেন ওপেনার বিক্রমজিৎ সিং। ৩৩ রান করে অপরাজিত থাকেন সাকিব জুলফিকার। ২৫ রান করেন অধিনায়ক এডওয়ার্ডস। ২০ রান করেন ওপেনার ম্যাক্স ওডোড। স্কটল্যান্ডের হয়ে ৪২ রান দিয়ে ২ উইকেট নেন লিসক। ১ উইকেট করে নেন ম্যাকমুলেন, ওয়াট ও গ্রিভস।

আরও পড়ুন-

সচিন, ধোনি, বিরাট নন, সবচেয়ে ধনী ভারতীয় ক্রিকেটারের নাম হয়তো অনেকেরই অজানা

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রস্তুতি ম্যাচে ব্যর্থ বিরাট, ভালো ব্যাটিং রোহিত-যশস্বীর

বার্বাডোসে স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মারা

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?