ওডিআই বিশ্বকাপের ১০ দল চূড়ান্ত, ভারতীয় দলের সম্পূর্ণ সূচি জেনে নিন

গত সপ্তাহে ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। এবার ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে কোন ২ দল মূলপর্বে খেলবে, সেটাও ঠিক হয়ে গেল।

বৃহস্পতিবার স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে মূলপর্বে পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডস। ১১ নভেম্বর বেঙ্গালুরুতে ডাচদের মুখোমুখি হবে ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে মূলপর্বে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কাও। ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় দল। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ওয়াংখেড়েতেই শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। এবার লিগ পর্যায়ে সেই ওয়াংখেড়েতেই শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ ঘিরে নস্ট্যালজিক হয়ে পড়ছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। তাঁদের আশা, মহেন্দ্র সিং ধোনির মতোই এবার বিশ্বকাপ জিতবেন রোহিত শর্মা। এটাই হয়তো বিরাট কোহলি, রোহিতের শেষ ওডিআই বিশ্বকাপ। ২০১১ সালের বিশ্বকাপে খেলার সুযোগ পাননি রোহিত। এবার নিজের অধিনায়কত্বেই ওডিআই বিশ্বকাপ জেতার লক্ষ্যে রোহিত।

৫ অক্টোবর শুরু হচ্ছে এবারের ওডিআই বিশ্বকাপ। ৮ অক্টোবর চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। ১১ অক্টোবর দ্বিতীয় ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। এরপর ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান লড়াই। ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। ২২ অক্টোবর ধরমশালায় নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। ২৯ অক্টোবর লখনউয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। ২ নভেম্বর মুম্বইয়ে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। ১১ নভেম্বর লিগ পর্যায়ের শেষ ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত।

Latest Videos

বিরাট-রোহিতরা এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানে ২টি টেস্ট ম্যাচ, ৩টি ওডিআই ম্যাচ এবং ৫টি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপের আগে এশিয়া কাপেও খেলবে ভারতীয় দল। দেশের মাটিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াই ভারতীয় দলের লক্ষ্য। ওডিআই বিশ্বকাপের আগে ফিট হয়ে ওঠার লক্ষ্যে বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে জাতীয় দলে ফিরবেন বলে জানা গিয়েছে। ভারতের টিম ম্যানেজমেন্ট সেরকমই পরিকল্পনা করছে। টি-২০ ম্যাচে খেলিয়ে বুমরার ফিটনেস দেখে নিতে চায় ভারতীয় দল। ফিটনেসের প্রমাণ দিতে পারলে এই পেসারকে ওডিআই ম্যাচে খেলানো হবে। চোট পাওয়া ব্যাটার কে এল রাহুল, শ্রেয়াস আইয়ারকেও বিশ্বকাপের আগে ফিট করে তোলার লক্ষ্যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন-

স্কটল্যান্ডকে হারিয়ে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন নেদারল্যান্ডসের

সচিন, ধোনি, বিরাট নন, সবচেয়ে ধনী ভারতীয় ক্রিকেটারের নাম হয়তো অনেকেরই অজানা

বার্বাডোসে স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মারা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today