অ্যাশেজ ২০২৫-২৬: অ্যাডিলেডে ৮২ রানে জয়, সিরিজ নিজেদের দখলেই রাখল অস্ট্রেলিয়া

Published : Dec 21, 2025, 10:03 AM ISTUpdated : Dec 21, 2025, 10:17 AM IST
Australia beat England in Ashes 3rd Test

সংক্ষিপ্ত

The Ashes, 2025-26: অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে বাজবলের জারিজুরি খাটল না। অ্যাশেজে পর্যুদস্ত ইংল্যান্ড (England)। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ দখল করল অস্ট্রেলিয়া। ফলে অ্যাশেজ অসিদের কাছেই থাকল।

DID YOU KNOW ?
অস্ট্রেলিয়ার দখলে অ্যাশেজ
গতবারের অ্যাশেজ সিরিজে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এবারও তাদের দখলেই থাকল অ্যাশেজ। ইংল্যান্ড পর্যুদস্ত হল।

Australia vs England: প্রথম ম্যাচে আট উইকেটে জয়। দ্বিতীয় ম্যাচেও আট উইকেটে জয়। তৃতীয় ম্যাচে ৮২ রানে জয়। প্রথম তিন ম্যাচ জিতে এবারের অ্যাশেজ (The Ashes, 2025-26) দখল করল অস্ট্রেলিয়া। গত অ্যাশেজেও তারাই জয় পেয়েছিল। ফলে অ্যাশেজ তাদের দখলেই থাকল। রবিবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ডের লড়াই শেষ হয়ে যেতেই অস্ট্রেলিয়ার সিরিজ জয় নিশ্চিত হয়ে গেল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৩৭১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ২৮৬ রান করে ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ৩৪৯ রান করে অস্ট্রেলিয়া। রবিবার ৩৫২ রানে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল। দলগত পারফরম্যান্স দেখিয়ে জয় পেল অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অ্যালেক্স কেরি (Alex Carey)।

২ ইনিংসেই অসাধারণ ব্যাটিং কেরির

এই ম্যাচের প্রথম ইনিংসে ১০৬ রান করেন কেরি। উসমান খাজা (Usman Khawaja) ৮২ রান করেন। মিচেল স্টার্ক (Mitchell Starc) ৫৪ রান করেন। এরপর দ্বিতীয় ইনিংসে ৭২ রান করেন কেরি। খাজা করেন ৪০ রান। তবে এই ইনিংসে সেরা পারফরম্যান্স দেখান ট্রেভিস হেড (Travis Head)। তিনি ১৭০ রান করেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) প্রথম ইনিংসে তিন উইকেট নেন। স্কট বোল্যান্ডও (Scott Boland) তিন উইকেট নেন। নাথান লিয়ন (Nathan Lyon) জোড়া উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নেন কামিন্স। স্টার্ক, লিয়নও তিন উইকেট করে নেন। বোল্যান্ড এক উইকেট নেন।

দলগত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ ইংল্যান্ড

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৮৩ রান করেন অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। জোফ্রা আর্চার (Jofra Archer) ৫১ রান করেন। দ্বিতীয় ইনিংসে ওপেনার জাক ক্রলি (Zak Crawley) ৮৫ রান করেন। উইকেটকিপার জেমি স্মিথ (Jamie Smith) ৬০ রান করেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন আর্চার। দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন জশ টাং (Josh Tongue)। তিন উইকেট নেন ব্রাইডন কার্স (Brydon Carse)। কিন্তু দলগতভাবে লড়াই করতে পারল না ইংল্যান্ড। এই কারণেই সহজ জয় পেল অস্ট্রেলিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১১
১১ দিনের মধ্যেই চলতি অ্যাশেজ সিরিজ দখল অস্ট্রেলিয়ার।
১১ দিনের মধ্যেই চলতি অ্যাশেজ সিরিজে ৩-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। তাদের সিরিজ জয় নিশ্চিত হয়ে গেল।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম শ্রীলঙ্কা: বিশ্বজয়ের পর প্রথম ম্যাচ, রবিবার নতুন রেকর্ডের লক্ষ্যে স্মৃতি-দীপ্তি
ICC T20 World Cup: শুধু ফর্মের জন্য নয়, গিলকে বাদ দেওয়ার আসল কারণ কী? জানিয়ে দিলেন অজিত আগরকর