সংক্ষিপ্ত

ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল যখন তলানিতে, তখন প্লে-অফে যাওয়া নিশ্চিত করে ফেলল এটিকে মোহনবাগান। ফলে কলকাতা ডার্বির আগে প্রীতম কোটাল, শুভাশিস বসুদের মনোবল বেড়ে গেল।

পরপর ৩ ম্যাচে জয় অধরা থাকার পর চাপ বেড়ে গিয়েছিল। আইএসএল-এর প্লে-অফে জায়গা করে নেওয়াই কঠিন মনে হচ্ছিল। কিন্তু প্রথমে চেন্নাইয়িন এফসি-র কাছে এফসি গোয়ার হার, তারপর নিজেদের জয়ে ফেরার ফলে সহজেই আইএসএল-এর প্লে-অফে জায়গা করে নিল এটিকে মোহনবাগান। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। জোড়া গোল করে ম্যাচের নায়ক কার্ল ম্যাকহিউ। কার্ড ও চোট সমস্যায় গত কয়েকটি ম্যাচে খেলতে পারেননি সবুজ-মেরুনের বর্তমান দলের প্রাণভোমরা হুগো বুমোস। ফলে জয়ও অধরা ছিল। বুমোস দলে ফিরতেই জয়ও এল। কেরালা যথেষ্ট শক্তিশালী দল। হোম ম্যাচ হলেও, তাদের হারানো সহজ ছিল না। তবে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান। এই জয়ের পর এবার প্লে-অফ নিয়ে ভাবতে শুরু করে দিতে পারেন কোচ হুয়ান ফেরান্দো। তার আগে অবশ্য কলকাতা ডার্বি আছে।

এদিন ম্যাচের শুরু থেকেই লড়াই করছিল দু'দল। তবে প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাগান। ১৬ মিনিটে গোল করে কেরালাকে এগিয়ে দেন দিমিত্রিওস দিয়ামানতাকোস। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি এটিকে মোহনবাগান। ২৩ মিনিটে দিমিত্রি পেট্রাটসের ফ্রি-কিক থেক অনবদ্য হেডে জালে বল জড়িয়ে দেন ম্যাকহিউ। প্রথমার্ধে আর গোল হয়নি। 

৫৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কেরালার রাহুল কে পি-কে। বিপক্ষকে ১০ জনে পেয়ে জয়ের লক্ষ্যে ঝাঁপায় এটিকে মোহনবাগান। ৭১ মিনিটে জয়সূচক গোল করেন ম্যাকহিউ। এই জয়ের ফলে পরপর ৩ বার আইএসএল-এর প্লে অফে পৌঁছে গেল এটিকে মোহনবাগান।

শনিবার অন্য ম্যাচে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদ এফসি-কে ৩-২ গোলে হারিয়ে চমক দিল এই ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত ১০ নম্বরে থাকা জামশেদপুর এফসি। ১২ মিনিটে প্রথম গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন বার্থোলোমিউ ওগবেচে। তবে ২২ মিনিটে সেই গোল শোধ করে দেন ঋত্বিক দাস। এরপর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান জে-ইমানুয়েল টমাস। ২৯ মিনিটে অনবদ্য গোল করেন ড্যানিয়েল চিমা চুকু। প্রথমার্ধের শেষে ৩-১ গোলে এগিয়েছিল জামশেদপুর। ৫৫ মিনিটে এলি সাবিয়া লাল কার্ড দেখায় ১০ জনে হয়ে যায় জামশেদপুর। ৭৯ মিনিটে ফের গোল করে ব্যবধান কমান ওগবেচে। তবে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নিল জামশেদপুর। এর ফলে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে উঠে এল জামশেদপুর আর ১০ নম্বরে নেমে গেল ইস্টবেঙ্গল

আরও পড়ুন-

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা পেতে আগ্রহী কাতার ইসলামিক ব্যাঙ্কের চেয়ারম্যান

জুনে কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ!

পিএসজি ছাড়া প্রায় নিশ্চিত, ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন লিওনেল মেসি