বিসিসিআই-এর সচিব হওয়ার দৌড়ে জোর টক্কর! লড়াই একেবারে দ্বিমুখী, জানুন বিস্তারিত

বিসিসিআই-এর (BCCI) শীর্ষপদে বসছেন কে? লড়াই একেবারে তুঙ্গে। আইসিসির (ICC) ইতিহাসে কনিষ্ঠতম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জয় শাহ।

বিসিসিআই-এর (BCCI) শীর্ষপদে বসছেন কে? লড়াই একেবারে তুঙ্গে। আইসিসির (ICC) ইতিহাসে কনিষ্ঠতম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জয় শাহ।

কার্যত, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার শীর্ষপদে গেছেন বিসিসিআই সচিব। আগামী ডিসেম্বর মাস থেকে তিনি দায়িত্ব নেবেন বলেই জানা যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে ভারতীয় বোর্ডের সচিব পদের দৌড়ে এগিয়ে রয়েছেন কারা? সূত্রের খবর, সেইখানে লড়াই হতে পারে প্রায় দ্বিমুখী।

Latest Videos

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই একাধিক নাম উঠে আসছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদের দৌড়ে। যেমন, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা থেকে শুরু করে আইপিএল প্রধান অরুণ ধুমাল, একাধিক নাম সামনে আসছিল। এছাড়াও প্রয়াত অরুণ জেটলির পুত্র রোহন জেটলির নামও ঘোরাফেরা করছিল। যিনি আবার এইমুহূর্তে দিল্লী ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদেও রয়েছেন।

তবে এখন জানা যাচ্ছে, বিসিসিআই-এর সচিব পদে প্রার্থী হিসেবে মূল লড়াই কিন্তু দুজনের মধ্যে। তাদের মধ্যে প্রথম নামটি হল আশিস শেলার। তিনি শুধুমাত্র বিসিসিআই-এর কোষাধ্যক্ষই নন, কেন্দ্রে ক্ষমতায় থাকা শাসকদল বিজেপির প্রভাবশালী এক নেতাও।

তাছাড়া মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত আছেন তিনি। আর দ্বিতীয় নামটি হল গুজরাট ক্রিকেট অ্যাকাডেমির বর্তমান সচিব অনিল প্যাটেল।

সূত্রের খবর, বোর্ডের উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের সঙ্গে বেশ ভালোই ঘনিষ্ঠতা রয়েছে অনিলের। জানা যাচ্ছে, গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় তিনি ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন। তার আগেও ভারতীয় দলের একাধিক সফরে ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি।

এমনকি, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপেও দলের সঙ্গেই ছিলেন অনিল। সেই অভিজ্ঞতা তাঁকে অনেকটাই এগিয়ে রাখতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাই সবমিলিয়ে, বিসিসিআই সচিব হওয়ার দৌড়ে বেশ ভালোই লড়াই হবে বলে মনে করা হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar